দেশ

প্রশ্নের মুখে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’, বিজেপি শাসিত রাজ্যে পৃথক স্বাস্থ্যবিমা,মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হাঁটল ত্রিপুরা

Tripura Health Scheme

The Truth of Bengal: এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ ধরলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বিজেপি শাসিত রাজ্যে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু থাকলেও রাজ্য সরকার আলাদা করে স্বাস্থ্যবিমা চালু করেছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা ‘চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা’ প্রকল্পের সূচনা করেছেন। এতদিন বাংলার ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’ নিয়ে সমালোচনা করেছে বিজেপি। এবার প্রশ্ন উঠছে, তা হলে কি ত্রিপুরার মানুষ ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাচ্ছে না? তাই আলাদা করে রাজ্য সরকারকে স্বাস্থ্য বিমা চালু করতে হল? বাংলার মানুষের জন্য ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’ চালু করেছিলেন৷ ইতিমধ্যেই প্রায় আড়াই কোটি মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পেয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে বাংলার সাধারণ মানুষকে ৫ লাখ টাকার স্বাস্থ্য বিমা দেওয়া হয়। প্রথম দিকে বেশ কিছু নিয়ম থাকলেও ২০২১ সালের নির্বাচনের আগে ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প সবার জন্য বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের চালু করা স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু থাকলেও কেন রাজ্যের মানুষের জন্য মুখ্যমন্ত্রী আলাদা করে ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’ চালু করেছেন? কেন কেন্দ্রের সুবিধা নিতে দেওয়া হয় না রাজ্যের মানুষকে? বারবার বিজেপি এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে আক্রমণ করেছে বিজেপি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

বিজেপি-শাসিত ত্রিপুরায় কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু থাকলেও রাজ্য সরকার পৃথক ভাবে স্বাস্থ্যবিমা চালু করল। মুখ্যমন্ত্রী মানিক সাহা ‘চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা’ প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পে প্রতিটি পরিবার বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবে। প্রকল্পটি চালু করার জন্য ত্রিপুরার বিজেপি সরকারকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়েছে বলে জানা যাচ্ছে। ত্রিপুরা সরকারের ওই নতুন প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। বাংলার শাসকদলের বক্তব্য, কেন্দ্রের এমনই প্রকল্প, যে রাজ্য সরকারকে নতুন করে সেটা আবার শুরু করতে হচ্ছে। তা হলে বাংলার ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’ নিয়ে কেন প্রশ্ন তুলেছিল বিজেপি? এই প্রশ্নের কোনও উত্তর নেই বিজেপির কাছে।

Related Articles