পিস্তল পরিষ্কার করছে মহিলা! ছবি প্রকাশ্যে আসতেই অবৈধ অস্ত্র কারখানার হদিস
The woman is cleaning the pistol! The location of the illegal weapons factory as soon as the picture came to light

The Truth Of Bengal: পিস্তল পরিষ্কার করছেন মহিলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি দেখে অবৈধ পিস্তল কারখানার হদিশ পুলিশের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলায়। সোশ্যাল মিডিয়া ওই মহিলার পোস্ট দেখার পরে গোপন সূত্রে খবর পেয়ে মোরেনা জেলার মহুয়া থানার অন্তর্গত গণেশপুরা গ্রামে অভিযান চালায় পুলিশ।
অভিযান চালানোর সময় ওই মহিলার স্বামী শক্তি কাপুর সাখওয়ার এবং তার শশুর বিহারী লাল কে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ৩১৫ বোরের পিস্তল এবং ৩২ বোরের পিস্তল একইসঙ্গে অবৈধ অস্ত্র তৈরীর উপকরণ ও যন্ত্রপাতি সহ আধা তৈরি আগ্নেয়াস্ত উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
আম্মা আদালতে ধৃতদের হাজির করা হলে, আদালত বিহারীলাল সাখওয়ারকে জেল হেফাজত ও শক্তি কাপুরকে পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই বেআইনি অস্ত্র তৈরির ঘটনায় আর কেউ জড়িত কিনা? কোথায় এই অস্ত্র পাচার করা হতো? এই সবকিছুর উত্তর পেতে শক্তি কাপুরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।