দেশ

ইজরায়েলকে অস্ত্র জোগান বন্ধে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিমের

The Supreme Court dismissed the public interest case filed against the supply of arms to Israel

Truth Of Bengal: গাজায় প্যালেস্টাইনিদের ওপর অতর্কিতে হামলা চালাতে ভারত থেকে আমদানি করা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করছে ইজরায়েলি সেনা। এই অভিযোগ তুলে তেল আভিবকে অস্ত্র ও গোলাবারুদ রফতানির জোগানে লাগাম টানতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। যদিও সেই মামলা খারিজ করে দেওয়া হয় শীর্ষ আদালতের তরফে।

আবার অন্যদিকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ মামলা খারিজ করার নির্দেশ জানিয়ে বলেছে, ‘‘আদালতের কোনোভাবেই রাষ্ট্রের বৈদেশিক নীতিতে হস্তক্ষেপ করার অধিকার নেই।’’ ইজরায়েলের জন্য চুক্তির ভিত্তিতে বিভিন্ন ভারতীয় প্রতিরক্ষা উৎপাদন সংস্থা অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম বানানোর কথা জানিয়ে তিন বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়েছে, ‘‘যে ভারতীয় সংস্থাগুলি, ইজ়রায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানিদের সাথে জড়িয়ে রয়েছে, তারা যদি একবার সেই চুক্তি লঙ্ঘন করে তাহলে তারা অভিযুক্ত হিসেবে চিহ্নিত হতে বেশি সময় লাগবে না।

তাই পুরো বিষয়টি মাথায় রেখে সেটির ওপরে কোনোভাবেই হস্তক্ষেপ করা সম্ভব নয়।’’ এদিকে ভারতীয় সংবিধানের ১৪ এবং ২১ অনুচ্ছেদ রফতানি লঙ্ঘন করে ফেলেছে। যেখানে সমান অধিকার এবং নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিতের দিকটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Related Articles