দেশ
Trending

ফের বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম, প্রতি সিলিন্ডারে বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা

The price of cooking gas cylinders has increased again

The Truth Of Bengal : ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়ালো ১৯১১ টাকা। প্রতি সিলিন্ডারে দাম বৃদ্ধি পেয়েছে ২৫ টাকা। কলকাতার পাশাপাশি দেশের সব অংশে দাম বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের। তবে মূল্যবৃদ্ধিতে রাজ্যবিশেষে রয়েছে তারতম্য। দিল্লিতে রান্নার গ্যাস ১৯ কেজি সিলিন্ডারের দাম হয়েছে ১৭৯৫ টাকা। চেন্নাইয়ে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ১২.৫ টাকা। এর আগে দীপাবলির সময়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল এক ধাক্কায় ১০১ টাকা।

পরবর্তীতে আবার কিছুটা দাম কমিয়ে ছিল গ্যাস সংস্থাগুলি।  আবারো বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বাড়লো।  এই মূল্য বৃদ্ধির ফলে বেকায়দায় পড়বেন রেস্টুরেন্ট সহ খুচরা ব্যবসায়ীরা। মূলত হোটেল রেস্তোরা ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহৃত হয়।  ধারাবাহিকভাবে বাণিজ্য গ্যাসের মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ এই অংশের মানুষ।  এর প্রভাব এইসব ব্যবসার ওপর পড়বে বলে মনে করছেন তারা। বিশেষ করে ক্ষতির মুখে পড়তে হবে খুচরা ব্যবসায়ীদের। সাধারণ মানুষের বক্তব্য এমনিতেই মূল্যবৃদ্ধি ঘটে চলেছে।

এই সময় বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে রান্না করা খাদ্য সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা রয়েছে। আবারো এই মূল্য বৃদ্ধির ফলে কেন্দ্রের  বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেও আসলে সাধারণ মানুষের পকেট কাটার ব্যবস্থা করছে মোদি সরকার অভিযোগ বিরোধীদের। লোকসভা ভোটের মুখে এই মূল্যবৃদ্ধি বেকায়দায় ফেলতে পারে বিজেপিকে মত রাজনৈতিক ওয়াকিবহাল মহলের।

 

FREE ACCESS

Related Articles