দেশ

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম করে প্রতারণা অভিযোগ ! ঘটনায় পুলিশে দারস্থ শীর্ষ

The name of the Chief Justice of the Supreme Court fraud complaint! Police are on the lookout for the incident

Truth Of Bengal: ‘আমি প্রধান বিচারপতি, কনট প্লেসে আটকে আছি। আমাকে ক্যাবের জন্য ৫০০ টাকা পাঠাতে পারেন?’ সমাজ মাধ্যমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নামে এই মেসেজ বর্তমানে ভাইরাল। মেসেজ দেখে অবাক হয়েছিলেন প্রায় সকলেই। কিন্তু এটি একটি ভুয়ো মেসেজ , এই মেসেজের মাধ্যমে প্রতারকরা প্রতারণার ছক কষেছিল।

এই ঘটনায় মঙ্গলবার দিল্লি পুলিশের কাছে দারস্থ হয় শীর্ষ আদালত। সম্প্রতি সমাজ মাধ্যমে প্রধান বিচারপতি নাম করে একটি মেসেজ ভাইরাল হয়। মেসেজে লেখা রয়েছে ‘হ্যালো, আমি প্রধান বিচারপতি। কলেজিয়ামে এক জরুরি বৈঠক রয়েছে। কিন্তু আমি কনৌট প্লেসে আটকে পড়েছি। ক্যাব ভাড়া বাবদ আমায় ৫০০ টাকা পাঠাতে পারেন? কোর্টে পৌঁছেই আমি আপনার টাকা ফিরিয়ে দেব।’ তবে এই মেসেজ দেখে অনেকেই বুঝে যান এটি একটি প্রতারণার ছক।

কারণ দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ক্যাবে চড়ে আদালতে আসেন না। পাশাপাশি যে মেসেজটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তাতে অনেক বানান ভুল রয়েছে। সরাসরি প্রধান বিচারপ্রতির নাম করে প্রতারণার বিষয়টি সামনে এলে সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশের সাইবার সেলের দ্বারস্থ হয় আদালত।পুলিশ কর্তারা আশ্বাস দিয়েছেন দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

উল্লেখ্য গত কয়েক বছরে দেশের অর্থব্যবস্থায় অনলাইন লেনদেনের দ্রুত প্রসার ঘটেছে। কিন্তু, ক্রমবর্ধমান ডিজিটাল জালিয়াতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফলে প্রতারণা ঠেকাতে নিত্যনতুন পথ খুঁজতে হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট বলছে, গত বছরের তুলনায় ২০২৩-২৪ সালে অনলাইন প্রতারণা বেড়েছে ১৬৬ গুণ।

Related Articles