আলোচনার দিন শেষ,সন্ত্রাস দমনে পাকিস্তানকে কড়া বার্তা বিদেশ মন্ত্রীর
The day of discussion is over, the foreign minister has a strong message to Pakistan on countering terrorism

Truth Of Bengal: সন্ত্রাসবাদ ও পাকিস্থান যেন একই মুদ্রার দুই পিঠ। একদিকে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত এবং অন্যদিকে পাকিস্থানের সঙ্গে শান্তি স্থাপনের আলোচনা দুটি বিষয় একসঙ্গে হতে পারেনা, বলে ভারতের অবস্থান স্পট করে দিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে একটি বই উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলেন “প্রতিটি কর্মের ফল রয়েছে। পাকিস্তানের সঙ্গে নিরবিচ্ছিন্ন সংলাপের যুগ শেষ।”
পাকিস্থান প্রসঙ্গে বিদেশ মন্ত্রী বলেন “জম্মু-কাশ্মীর নিয়ে বলতে গেলে, ৩৭০ অনুচ্ছেদের বিষয়টি মিটে গিয়েছে। তাই এখন ইস্যুটা হল পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে। আমি বলতে চাইছি যে আমরা আর চুপ করে থাকব না। ইতিবাচকই হোক বা নেতিবাচক, যা-ই হোক না কেন, আমরা তার প্রতিক্রিয়া জানাব। এই নিয়ে কোনও সমঝোতা করা হবে না। ”তিনি আরও বলেন, “পাকিস্তানের বরাবরের স্ট্রাটেজিই ছিল যে আন্তর্জাতিক সীমান্তে সন্ত্রাস ঘটিয়ে ভারতকে আলোচনার টেবিলে আনা। কিন্তু ভারত এই শর্তে আলোচনায় বসতে নারাজ। সরকার তা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে।”
উল্লেখ্য পুলওয়ামায় জঙ্গিহানার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন— জঙ্গি দমনে নিয়োজিত জওয়ানদের হাতে আরও উন্নত মানের আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হবে।সেই লক্ষ্যেই এবার আমেরিকার থেকে ৭৩ হাজার সিগ ৭১৬ জি ২ অ্যাসল্ট রাইফেল কিনতে চলেছে সরকার। ইতিমধ্যেই অত্যাধুনিক এই রাইফেল তৈরির বরাদ দেওয়া হয়েছে মার্কিন সংস্থা সিগ সয়্যারকে।