দেশ

জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে ভয়াবহ নৌকাডুবি, নিখোঁজ বহু স্কুল পড়ুয়া

Terrible boat capsizing in Srinagar, Jammu and Kashmir, many school students missing

The Truth Of Bengal : জম্মু ও কাশ্মীরে শ্রীনগরে ভয়াবহ নৌকাডুবি। ঘটনাটি ঘটেছে ঝিলাম নদীতে। এই ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন স্কুল পড়ুয়ারসহ বহু নৌকা যাত্রী। তাদের খোঁজে ইতিমধ্যেই প্রশাসন তল্লাশি শুরু করেছে।

গত কয়েকদিন ধরে কাশ্মীরের আবহাওয়া রয়েছে দুর্যোগপূর্ণ। সাধারন মানুষ বিপর্যস্ত হয়েছেন আবহাওয়া খারাপ থাকার কারনে। টানা বৃষ্টির ফলে নদীগুলিতেও জল ফুলে ফেঁপে উঠেছে। তবে দৈনন্দিন কাজের জন্য সাধারন মানুষকে ঘর থেকে বের হতেই হচ্ছে। পড়াশুনার জন্য পড়ুয়ারাও এই দুর্যোগকে উপেক্ষা করেই ঘর থেকে বেরিয়ে পড়ে। মঙ্গলবার সকালে শ্রীনগরের কাছে ঝিলাম নদীর একটি ফেরি ঘাটে পারাপারের জন্য নৌকোয় উঠেছিলেন বহু যাত্রী। তাদের মধ্যে ছিল অধিকাংশ স্কুল পড়ুয়ারা। ঝিলাম নদীর ওপারে যেতে তারা নৌকোয় চাপে। নদীতে তখন জল ছিল বিপদসীমার ওপরে। এমনটাই জানাচ্ছেন প্রতক্ষদর্শীরা। যাত্রী নিয়ে নৌকোটি ঘাট থেকে ছাড়ার পরপরই ডুবে যায়। জলে তলিয়ে যান বহু যাত্রী। অনেকে সাঁতরে পাড়ে উঠে আসতে পারলেও অনেক যাত্রী নিখোঁজ হয়। নিখোঁজ যাত্রীদের মধ্যে রয়েছে ১০ পড়ুয়াও। তাদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে। প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পড়ুয়াদের খোঁজে জলে নামানো হয়েছে ডুবুরি। এছাড়াও প্রশাসনের কয়েকটি বোট তাদের খোঁজে ঝিলাম নদীর জলে তাদের খোঁজ চালাচ্ছে।

নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে দি ষ্টেট ডিজাস্টার রেসপন্স টিম। এসডিআরএফের সদস্যরা বিশেষ লঞ্চ নামিয়েছেন উদ্ধারের কাজে। এই ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নদীর ধারে ভিড় জমিয়েছেন এলাকার সাধারন মানুষ। খবর পেয়ে ছুটে এসেছেন নিখোঁজ যাত্রীদের পরিবারের লোকজন। একদিকে নিখোঁজদের উদ্ধারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। অন্যদিকে দুর্ঘটনার কারন খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে। ওই নৌকোয় অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে প্রশাসন।

Related Articles