দেশ
Trending

সিএএ স্থগিতাদেশে ‘না’ সুপ্রিমকোর্টের, ৩ সপ্তাহে কেন্দ্রের কাছে জবাব তলব

Supreme Court's 'no' on CAA stay, calls for response from Center in 3 weeks

The Truth Of Bengal: মিলল না স্থগিতাদেশ। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ  বলবৎ করা নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট  ৩ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷ ৯ এপ্রিল এই নিয়ে পরবর্তী শুনানি হবে ৷ মঙ্গলবার সিএএ-র বিরোধিতা করে যে মামলাগুলি দায়ের হয়েছিল, সেগুলি একত্র করে শুনানি শুরু হয়। মামলাগুলি শোনেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিসন বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে রয়েছেন   বিচারপতি জেবি পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সরকারপক্ষের কৌঁসুলি হিসাবে মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা।

সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বলবৎ হওয়া বিধিতে স্থগিতাদেশ চেয়ে যে ২০০টি মামলা হয়, তার প্রেক্ষিতে জবাব দেওয়ার জন্য আদালতের কাছে চার সপ্তাহ সময় চান তিনি।বিরোধিতা করে কেরল সরকারও।

সলিসিটর জেনারেল শীর্ষ  আদালতে বলেন, “সিএএ-তে কারও নাগরিকত্ব যাবে না।” সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতা করে গত এক সপ্তাহের মধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।   রবিবার কেরল সরকার সিএএ-র সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে শীর্য আদালতে যায়।বাংলার পথেই পিনারাই বিজয়ন  সরকার আগেই ঘোষণা করেছিল, তারা রাজ্যে সিএএ কার্যকর করতে দেবে না। শনিবার সিএএ কার্যকরে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) দলের প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। এ ছাড়া তৃণমূলের মহুয়া মৈত্র,   কংগ্রেসের জয়রাম রমেশ,    সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই, কেরলের আঞ্চলিক দল আইইউএমএল-এর তরফে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছিল।এখন নাগরিকত্বের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সর্বোচ্চ আদালত কেন্দ্রের জবাব পাওয়ার পর কী মতামত ব্যক্ত করে সেটাই বড় বিষয়.

Related Articles