SC/STদের মধ্যে উপ-শ্রেণিকরণে অনুমোদন দিল সুপ্রিম কোর্ট
Supreme Court approves sub-categorization among SC/STs

The Truth Of Bengal: বৃহস্পতিবার শীর্ষ আদালত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দিয়েছে যে, তফসিলি জাতি(SC) এবং তফসিলি উপজাতি (ST)-র মধ্যে উপ-শ্রেণীবিভাগের অনুমোদিত হবে।
Supreme Court holds sub-classification within reserved classes SC/STs is permissible
CJI DY Chandrachud says there are 6 opinions. Justice Bela Trivedi has dissented. CJI says majority of us have overruled EV Chinnaiah and we hold sub classification is permitted
7-judge bench… pic.twitter.com/BIXU1J5PUq
— ANI (@ANI) August 1, 2024
তপশিলি জাতি ও উপজাতি সংক্রান্ত একটি মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির একটি বেঞ্চে ৬-১ সংখ্যাগরিষ্ঠ তায় এই নির্দেশ দিয়েছে। এই নির্দেশে বলা হয়েছে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের মধ্যে উপ জাতি অনুমোদিত। সুপ্রিম কোর্টের ৭ বিচারপতির বেঞ্চে সংখ্যাগরিষ্ঠতা মতে এই নির্দেশ। তপশিলি জাতি উপজাতিদের মধ্যে যারা আরও পিছিয়ে পড়া তাদের জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।
সেক্ষেত্রে রাজ্যগুলি আলাদা কোটা দিতে পারে এই পিছিয়ে পড়া শ্রেণীর জন্য। যে নির্দিষ্ট কোটা রয়েছে তার বাইরে গিয়ে রাজ্যগুলো এই পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ কোটার ব্যবস্থা করার অনুমোদন দিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্যগুলি চাকরি এবং ভর্তির কোটার জন্য বিশেষ কোটা চালু করলে তাতে বাধা নেই।