দেশ

দিল্লি ছাড়ছেন সোনিয়া, থাকবেন জয়পুরে! চরম সিদ্ধান্ত

Sonia leaving Delhi, will stay in Jaipur! extreme theory

The Truth Of Bengal : দিল্লির দূষণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার বেসরকারি বায়ুর গুণমান পর্যবেক্ষণ ওয়েবসাইট দিল্লির বায়ু দূষণ ছিল ৩৭৫। এবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই দিল্লি দূষণের কারণে এবার জয়পুরে থাকতে হবে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে। কারণ দিল্লির তুলনায় জয়পুরের বায়ুর গুণমান ছিল ৭২।

অন্যদিকে সোনিয়া গান্ধীর স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক দিল্লির পরিবেশ এমনটাই, বক্তব্য ডাক্তারের। গত সেপ্টেম্বর মাসে জ্বর নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হতে হয় কংগ্রেস নেত্রীকে। চলতি বছরের জানুয়ারি মাসে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেও একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে যেতে হচ্ছে জয়পুর। যদিও এটা প্রথম নয়। দিল্লির দূষণকে এড়াতে কংগ্রেস সভাপতিকে এর আগেও শহর ছাড়তে হয়েছিল।

২০২০ সালের শীতে তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেতে হয়েছিল গোয়াতে। প্রসঙ্গত, বুধবার ছত্তিশগড় যাওয়ার আগেই মঙ্গলবার রাতে জয়পুরে সোনিয়া গান্ধীর সাথে দেখা করবেন পুত্র তথা বর্তমান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চলতি বছরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যের সমাবেশে ভাষণ দিচ্ছেন রাহুল।

 

FREE ACCESS

Related Articles