দেশরাজনীতি

মোদিকে দেখে আবেগের বাঁধ ভাঙলো মহিলার , তারপর কি করলেন নরেন্দ্র মোদি ! দেখুন সেই ভিডিও

The Truth Of Bengal :প্রচারে বরাবরই চমক দেন প্রধানমন্ত্রী। তার প্রচার কেশ শো অফ বলে বা এক ধরনের ম্যাজিক বলে কটাক্ষ করেন । এবার সেই প্রধানমন্ত্রী এক মহিলার কান্না দেখে চমকে গেলেন। মোদিকে পেয়ে মনের কথা বলতে থাকেন আর বলতে গিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন।  আনন্দে আত্মহারা হয়ে ওঠেন সেই মহিলা।কাঁদতে কাঁদতে তিনি বলেন যে তাঁর স্বপ্নপূরণ হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।মহিলার বাড়ি বিহারে শারণে।প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই বন্দেমাতরম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো চত্বর। এমনকি জয়শ্রীরাম স্লোগানও শোনা যায়।প্রধানমন্ত্রী হাত জোড় করে জনতার অভিবাদন গ্রহণ করেন।মোদিকে দেখে তখন এই মহিলার আনন্দ অশ্রু চলে আসে। উচ্ছ্বাসে ভরা সেই জমায়েতের মাঝে মোদির কণ্ঠে শোনা যায় বিরোধীদের সমালোচনা।ইন্ডিয়া জোটকে বেঁধেন বিজেপির স্টার ক্যাম্পেনার।তাঁর কটাক্ষ, বিরোধী শিবির অবাস্তব স্বপ্ন দেখছে,ইন্ডিয়া জোট ভাবছে দিল্লিতে তাঁরা সরকার গড়বে।

 

 

অবিজেপি দলগুলোকে মোদির শ্লেষমিশ্রিত প্রশ্ন,   ৫বছরে যদি ৫জন প্রধানমন্ত্রী হন,তাহলে দেশের অবস্থা কী হবে  ?দেশের অবস্থা নিয়ে ফ্ল্যাশব্যাকে গিয়ে প্রধানমন্ত্রী জানান,যখন কংগ্রেসের সরকার ছিল তখন গরিবরা আরও গরিব হয়ে যায়।তাঁদের ভুখা পেটে থাকতে হত।দারিদ্রতার জ্বালা জুড়োতে পারেনি কংগ্রেসের সরকার। এমনকি কংগ্রেসের আমলে দেশের আর্থিক অবস্থা বেহাল হয়ে যায়,অর্থ ব্যবস্থা ভেঙে পড়ে বলে অভিযোগ করেন তিনি। কেলেঙ্কারির পর  কেলেঙ্কারি করে বিরোধীরা নিজেদের পেট ভরানো ছাড়া আর কিছুই করেনি। একইসঙ্গে জনতার উদ্দেশ্যে রাষ্ট্র নায়ক জবাব দেন আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, ‘‘১০বছর আমি সেই দায়িত্ব পালন করেছি।১০বছরের রিপোর্ট কার্ড নিয়েই আপনাদের সামনে এসেছি।এবার আপনারা ভেবে দেখুন।” ৬০বছরে কংগ্রেস যা করতে পারেনি,১০বছরে বিজেপি সরকার তাই করে দেখিয়েছে বলে দাবিও করেন নরেন্দ্র মোদি।

Related Articles