
The Truth of Bengal: দু দিনের জন্য ত্রিপুরায় আসছেন ভারতের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সৌরভের ত্রিপুরা আসার কথা ত্রিপুরার আগরতলা গীতাঞ্জলী গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেণ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ত্রিপুরার পর্যটন কেন্দ্রের প্রচার করতে ত্রিপুরায় আসছেন তিনি। ত্রিপুরার পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে দায়িত্বভার নেবেন তিনি।
অনুষ্ঠানটি হবে আগরতলার স্টেট মিয়জিয়ামের সামনে। ত্রিপুরায় মহারাজ এসে রাতেই দেখা করবেন মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার সঙ্গে। এর পরের দিন অর্থাৎ মঙ্গলবার মহারাজ যাবেন গোমতী জেলার স্টুরিস্ট স্পট ছবিমুড়ায়। এর আগে অপর একটি সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সৌরভ গঙ্গোপাধ্যায় কে ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
ঘোষণা করার আগে অবশ্য তিনি সৌরভের কাছে গিয়ে এই প্রস্তাব রাখেন এবং সৌরভ এই ক্ষেত্রে সম্মতি জ্ঞাপন করলে তবে তিনি সাংবাদিকদের সামনে মুখ খোলেন। ত্রিপুরার পর্যটন দফতরে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হলে তা ত্রিপুরার পর্যটন কে উন্নত করবে বলে মনে করেছেন পর্যটন মন্ত্রী।