কলকাতাদেশ

সামাজিক কর্মযজ্ঞে রাউন্ড টেবিল ইন্ডিয়া

Round Table India

The Truth of Bengal: দেশের প্রতিটি কোণায় শিক্ষার আলো পৌছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে  রাউন্ড টেবিল ইন্ডিয়া। পিছিয়ে পড়া পড়ূয়াদের শিক্ষার মূলস্রোতে ফেরাতে সাহায্য-এর হাত বাড়িয়ে দেয় সমাজসেবী এই সংস্থা। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরে বিদ্যালয় গুলির পরিকাঠামোর উন্নতিতে স্কুল বাড়ি নির্মাণ, শিক্ষা সামগ্রিক প্রদান থেকে পড়ূয়াদের রেশন দাওয়ার কাজ করে থাকে রাউন্ড টেবিল ইন্ডিয়া।

এর আগে প্রান্তিক শিশুদের শপিং মলে এনে পছন্দের পোশাক কেনার প্রয়াস নিয়েছিল  রাউন্ড টেবিল ইন্ডিয়া। এবার শহরের নামী পেক্ষাগৃহে সিনেমা দেখার সুযোগ করে দিলো সমাজসেবী এই সংস্থা। সিনেপলিসে এর সঙ্গে রাউন্ড টেবিল ইন্ডিয়া যৌথ উদ্যোগে এই প্রয়াস। শুধু এ রাজ্যে নয় গোটা দেশ ৩৮ টি শহরে মোট ১০ হাজার বাচ্চাকে ৫১ টি সিনেমা হলে এই বাবস্থা করা হয়।

এদিন কলকাতার সিনেপলিসে প্রায় ৫০০টি বাচ্চাকে ‘জাওয়ান’ সিনেমা দেখানো হল। একই সঙ্গে তাদের হাতে তুলে দাওয়া হয় শিক্ষা সামগ্রিক। পড়াশোনার বাইরে বিনোদনের খানিকটা সুযোগ পেয়ে খুশি পড়ুয়ারা।আগামীদিনে দেশের শিক্ষা বাবস্থাকে উন্নতর করে তুলতে আরও একাধিক পদক্ষেপের পথে রাউন্ড টেবিল ইন্ডিয়া।

Free Access

Related Articles