দেশ
অসুস্থ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস, ভর্তি হাসপাতালে
Reserve Bank Governor Shaktikanta Das admitted to hospital after falling ill

Truth Of Bengal: মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে ভর্তি করানো হল হাসপাতালে। এদিন চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের এক মুখপাত্র।
তিনি জানান, শক্তিকান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল। অম্বলের সমস্যায় ভোগার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সেই সঙ্গে ওই মুখপাত্র আরও জানান, এই বিষয়ে তাদের পক্ষ থেকে বিবৃতি জারি করা হবে। সূত্রের খবর, কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পরই গভর্নর শক্তিকান্ত দাসকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে হাসপাতালের পক্ষ থেকে এ বিষয়ে কোনও কিছু জানান হয়নি।