ব্যস্ত রাস্তায় নারী নিগ্রহ, কানপুরের ঘটনায় তোলপাড়
Rape of women on busy streets, Kanpur incident stirs uproar

Truth Of Bengal : কানপুরের একটি ব্যস্ত রাস্তায় দুই মহিলাকে নিগ্রহ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। যে যুবক এই নিগ্রহ করেছেন ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তবে সেই নিগ্রহ করার ভিডিও সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল। যে ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্ত যুবককে দুজন মহিলা কিছু বোঝানোর চেষ্টা করছেন কিন্তু তিনি কোন কথা না শুনেই মহিলাদের গায়ে হাত তোলেন, রীতিমতো মারধর করতে দেখা যায় অভিযুক্ত ওই যুবককে। আর এই পুরো ঘটনাটা রাস্তার অপরপ্রান্ত থেকে রেকর্ড করা হয়। যায় ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর তারপরে অভিযুক্ত যুবকের খোঁজ করে বলে সেই সঙ্গে যারা এই ভিডিও রেকর্ড করেছেন তাদেরও খোঁজ করেন পুলিশ।
#Kanpur
दबंग शोहदे ने युवती से सरेराह की छेड़छाड़, विरोध करने पर युवती और उसकी सहेली को पीटा, शोहदे को 24 घंटे के भीतर पुलिस ने दबोचा,वीडियो बनाने वाले साथी को भी किया गिरफ्तार।@kanpurnagarpol @Uppolice @kanpuriya_anil @shubham_kanpur @Chitra_Chants pic.twitter.com/bSB1ShiDKj— Shyam Tiwari (@Shyamtiwariknp) August 31, 2024
কানপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে যুবক এই ঘটনা ঘটিয়েছেন এবং যারা এই ভিডিও রেকর্ড করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।নিগ্রহ করার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিও সম্বন্ধে জানা যাচ্ছে দিন দশেক আগের ঘটনা এটি। যারা নিগৃত হলেন তারা কলেজ পড়ুয়া বলে পুলিশ জানিয়েছে। হঠাৎ দুই যুবক বাইক নিয়ে এসে ওই দুই কলেজ পড়বার রাস্তা আটকে দেন । তারপরেই ওই দুই কলেজ পড়ুয়া মহিলা যুবকদেরকে কিছু বোঝাতে চাইলে না বুঝেই মহিলাদের উপর আক্রমণ শুরু করে। আর সেই ভিডিওটি রাস্তার অপরপ্রান্ত থেকে রেকর্ড করা হয়েছে।
VIDEO | “Yesterday, a video of two girls from (Sachendi area of) Kanpur being beaten went viral. The boy who was beating them has been arrested, and his name is Amit. The person who was recording the video has also been arrested. They are being sent to jail,” said Kanpur DCP… pic.twitter.com/bIbkkA612F
— Press Trust of India (@PTI_News) September 1, 2024