পতঞ্জলির মিথ্যা তথ্য অভিযোগে সুপ্রিম কোর্টে হাজিরা দিলেন রামদেব
Ramdev appeared in the Supreme Court on the complaint of Patanjali's false information

The Truth of Bengal: পতঞ্জলির পন্য সামগ্রীতে উপকরণ নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে একটি মামলায় হাজিরা দিলেন যোগগুরু রামদেব। মোটা অংকের টাকা জরিমানার পাশাপাশি ওই পণ্য বাজারে আর কখনো বিক্রি করতে পারবেন না, সেই নির্দেশিকাও তাকে জানালো বিচারপতিদের ডিভিশন বেঞ্চ।
মিথ্যে বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেব ও পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকে তলব করেছে সুপ্রিম কোর্ট। যোগগুরু রামদেবকে তলব করল দেশের শীর্ষ আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে নিজেদের ওষুধ সম্পর্কে ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ প্রচার করার বিষয়ে গত বছর নভেম্বরে রামদেবের সংস্থা ‘পতঞ্জলিকে’ সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। ফেব্রুয়ারিতে এই মামলার কারণে কেন্দ্রের সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট।পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ‘এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে।সরকার চোখ বন্ধ করে বসে আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’