দেশ

রাহুল গান্ধীর শিখ-মন্তব্যের জের, সোনিয়া গান্ধীর বাড়ির বাইরে বিক্ষোভ

Protests outside Sonia Gandhi's house over Rahul Gandhi's Sikh comments

Truth Of Bengal, Barsa Sahoo : রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদে সোনিয়া গান্ধীর বাড়ির বাইরে শিখদের বিক্ষোভ মিছিল। একটি বিজেপি-সমর্থিত শিখ গোষ্ঠী দিল্লিতে কংগ্রেসের সোনিয়া গান্ধীর বাসভবনে একটি প্রতিবাদ মিছিল শুরু করেছেন। দেশে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে রাহুল গান্ধীর মন্তব্যের প্রতিবাদের জন্যই তাদের এই মিছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে তার তিন দিনের সফরে, গান্ধী বলেছিলেন যে ভারতে লড়াই রাজনীতি নিয়ে নয়।

গান্ধী শ্রোতাদের মধ্যে একজন শিখ সদস্যকে তার নাম জিজ্ঞাসা করে বলেছিলেন, “একজন শিখ হিসেবে তাকে ভারতে পাগড়ি পরতে দেওয়া হবে কিনা তা নিয়ে লড়াই চলছে। অথবা, একজন শিখ হিসেবে তাকে ভারতে কাড়া পরতে দেওয়া হবে কি না কিংবা শিখ হিসাবে তাকে গুরুদ্বারে যাওয়ার অনুমতি দেওয়া হয় কিনা এই নিয়েই চলছে লড়াই। এই লড়াইটা শুধু শিখদের জন্য নয়, সব ধর্মের জন্য।”

Related Articles