দেশ

যমুনা বিতর্কে চাপ বাড়ল কেজরিওয়ালের, হরিয়ানা পুলিশে অভিযোগ দায়ের

Pressure mounts on Kejriwal over Yamuna controversy, complaint filed with Haryana Police

Truth Of Bengal: একদিকে বিধানসভা নির্বাচন দিল্লিতে। অন্যদিকে আরও চাপে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল হরিয়ানা পুলিশের কাছে। সম্প্রতি যমুনার জলে বিষ মেশানোর অভিযোগ তুলেছিলেন তিনি। হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে ছিল তাঁর এই অভিযোগ। সেই অভিযোগের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা রুজু হল হরিয়ানা পুলিশের খাতায়।

হিংসায় উস্কানি, ঘৃণ্য প্রচার, মিথ্যা অভিযোগ ও ধর্মীয় ভাবাবেগে আঘাত সহ একাধিক অভিযোগ কেজরিওয়ালের বিরুদ্ধে। যার জেরে নির্বাচনের আগেই চাপে পড়ে যায় অপিবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল ছাড়াও যমুনায় বিষ মেশানোর অভিযোগ তুলেছিলেন আতিশি মার্লেনাও। তাঁদের মতে, হরিয়ানার অন্তর্ঘাতের ফলেই পানীয় জল বাধাপ্রাপ্ত হচ্ছে দিল্লিতে। তারপরই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি কেজরিওয়ালের বিরুদ্ধে।

সেই অভিযোগের ভিত্তিতেই কমিশনের তরফ থেকে কেজরিওয়ালের কাছে করা হয় জবাব তলব। সেই মত শুক্রবারই কমিশনে হাজির হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন আতিশী মার্লেনা ও ভগবন্ত মান। যমুনা বিতর্কে পাল্টা তোপ দাগেন হরিয়ানার মুলখ্যমন্ত্রীও। আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এমনকি এহেন ঘৃণা ছড়ানোর জন্য অবিলম্বে দিল্লি ও হরিয়ানার মানুষের কাছে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি। দুই রাজ্যের মুখ্যসচিবের উপস্থিতিতেই ওই জলের নমুনা পরীক্ষার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বহরিয়ানার মুখ্যমন্ত্রী।

Related Articles