দেশ

টার্গেট ৫০ শতাংশ সমর্থন, ১০০ আসনে প্রার্থী বদলের সম্ভাবনা

BJP Target

The Truth of Bengal: দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। একদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ অন্যদিকে 28 দলের ইন্ডিয়া জোট। পাঁচ রাজ্যের ভোটের ফলে শিক্ষা নিয়ে আসন বোঝাপড়ার মধ্য দিয়ে লোকসভা ভোটে ঝাঁপাতে চাইছে ‘ইন্ডিয়া’। সংসদ ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোটকে আরও ঐক্যবদ্ধ দেখা গিয়েছে। অন্যদিকে বিজেপিও কৌশল সাজাতে আসরে নেমেছে। দিল্লিতে শেষ হয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। দুদিনের এই কর্ম সমিতির বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দিয়েছিলেন। আর এই বৈঠক থেকে দলকে বিশেষ নির্দেশিকা বেঁধে দিয়েছেন তাঁরা।

সূত্রের খবর, এবার ৫০ শতাংশ ভোটের টার্গেট বেঁধে দেওয়া হয়েছে এই অভ্যন্তরীণ বৈঠকে। ২০১৪ এবং ২০১৯ এর লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিজেপি। কিন্তু ভোটের শতাংশের হিসাবে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন বিরোধীদের দিকে যায়। মাত্র ৩১ শতাংশ ভোট পেয়ে ২০১৪ সালে বিজেপি সরকার গঠন করায় বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে বারে বারে। ২০১৯ সালে ভোটের শতাংশ কিছুটা বাড়লেও তা আশাপ্রদ ছিল না।

ইন্ডিয়া জোটের নেতৃত্বের দাবি, ভোট ভাগাভাগি না হলে বিজেপির ফের ক্ষমতায় ফেরা সম্ভব নয়। সংসদ ইস্যুতে যেভাবে ঐক্যবদ্ধ ‘ইন্ডিয়া’কে দেখা গিয়েছে, তাতে কি ভয় পাচ্ছে বিজেপি? দুদিনের কর্ম সমিতির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলকে পঞ্চাশ শতাংশ ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন বলে সূত্রের খবর। স্লোগান বেধে দিয়েছেন “অব কি বার, ৫০শতাংশ পার।” বৈঠকে উঠে এসেছে গতবারের জেতা ১৬০টি কেন্দ্রে দলের খামতির ছবি। সূত্রের খবর, গতবারের জেতা অন্তত ১০০ আসনে প্রার্থী বদলের সম্ভাবনার কথাও উঠে এসেছে বৈঠকে। তবে কী সংঘবদ্ধ ‘ইন্ডিয়া’ আতঙ্কে এই রণকৌশল! চর্চা শুরু রাজনৈতিক মহলে।

Related Articles