দেশ

গুজরাতের পোরবন্দরে ভেঙে পড়ল কপ্টার, দেখুন ভিডিও

Plane crashes in Porbandar, Gujarat, 3 dead

Truth Of Bengal: গুজরাতের পোরবন্দরে ভেঙে পড়ল কপ্টার, মৃত ৩। ঘটনাস্থলে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। ভেঙে পড়ল কোস্ট গার্ডের কপ্টার। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। 

জানা যায়, মহড়া চলাকালীন কপ্টারটি ভেঙে পড়ে মাঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলা দল। শুরু হয় উদ্ধারকাজ।

এদিন পোরবন্দরে অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (ALH) ধ্রুবের প্রশিক্ষণ চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে কপ্টারটি। ভেঙে পড়া মাত্রই আগুন ধরে যায় ওই কপ্টারে। বিপদ আঁচ করতে পেরেছিলেন পাইলট। কপ্টার থেকে ঝাঁপ দিয়েছিলেন তিনি। তবে, রক্ষা হয় নি। গুরুতর জখম হন তিনি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এছাড়াও কপ্টার গুর্ঘটনায় প্রাণ যায় আরও দুজনের।

তবে, ঠিক কী কারণে ভেঙে পড়ল বিমানটি? যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটের ভুল? না দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Related Articles