দেশ

সংরক্ষণ রক্ষার দাবিতে ভারত বনধ, মিশ্র প্রভাব একাধিক রাজ্যে

NACDAOR's call for Bharat Bandh to protect conservation

Truth Of Bengal: বুধবার সুপ্রিম কোর্টের সংরক্ষণের রায়ের বিরোধিতায় ভারত বনধের ডাক দিয়েছে ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থা (এনএসিডিএওআর)। এই বনধের ব্যাপক প্রভাব পড়লো গোটা বিহার রাজ্য জুড়ে। শুধু বিহার নয় আন্দোলনকারীরা প্রতিবেশী রাজ্য দারভাঙ্গা ও আর রাতে ট্রেন বন্ধ করে দিয়েছে। এই আন্দোলনের প্রভাব পড়েছে বিহার রাজস্থান মধ্যপ্রদেশ সহ সহ দেশের একাধিক রাজ্যে। আন্দোলনকারীদের দাবি সুপ্রিম কোর্ট কে এই রায় প্রত্যাহার করতে হবে।

উল্লেখ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ সাত সদস্যের বেঞ্চের ছয় জন কোটার মধ্যে কোটা-র পক্ষে রায় দেন। যেসব তপশিলি উপজাতি এবং জনজাতি সমাজ আর্থিকভাবে সচ্ছল তাদেরকে সংরক্ষণ থেকে বাদ দিয়ে দেওয়া হোক। তাদের পরিবর্তে আর্থিকভাবে পিছিয়ে পড়া তপশিলি জাতি এবং জনজাতিদের চিহ্নিত করে তাদের বাড়তি সুবিধা দেওয়ার পক্ষে রায় দেন শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত প্রত্যাহারের  দাবিতে এবং একাধিক দাবিতে আন্দোলনের ডাক দেয় এনএসিডিএওআর।

বুধবারের ডাকা বনধে সমর্থন জানিয়েছে কংগ্রেস, তৃনমূল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, চন্দ্রশেখর আজাদের ভীম সেনা – সহ একাধিক দল। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যেও শ্রেণীবিভাজন জনজাতি ও উপজাতিদের সাংবিধানিক অধিকার খর্ব করেছে । সরকার যেন সুপ্রিম কোর্টের এই রায় গ্রহণ না করে। পাশাপাশি সরকারি ক্ষেত্রে সংরক্ষণ প্রাপ্তি কর্মী কতজন রয়েছে তার জাতিভিত্তিক তথ্য প্রকাশ করা এবং বিভিন্ন দপ্তরে সংরক্ষিত শূন্য পদ পূরণের দাবি জানিয়েছেন।

এই বনধের কারণে আইনশৃঙ্খলা যাতে কোনভাবে বিঘ্ন না ঘটে সেদিকে নজর রাখতে বলেছে রাজ্য পুলিশ প্রশাসনকে। জরুরী পরিষেবা বাদে বাকি সব ক্ষেত্রেই বনধের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। রাজস্থান, জয়পুর, ভরতপুর, মধ্যপ্রদেশ, গোয়ালিয়র সহ একাধিক রাজ্যের স্কুলে কলেজে ছুটি দেয়া হয়েছে এই বন্ধের কারণে। পাশাপাশি একাধিক শহরে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা

Related Articles