লোকসভা নির্বাচনের জন্য লাগু নির্বাচনী আচরণবিধি, আগামী তিন মাস বন্ধ ‘মন কি বাত’
'Mann Ki Baat' closed for next three months

The Truth Of Bengal : খুব শীঘ্রই ঘোষণা হতে চলেছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যেই শুরু হয়েছে একাধিক রাজ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি। সেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতেই ভিজিট করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজিব কুমার এবং তাঁর ফুল বেঞ্চ। আগামী ৩ মার্চ বঙ্গ সফরে আসতে চলেছেন তারা। ভোট প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি বৈঠক করবেন সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে।
অন্যদিকে কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করেছিলেন মন কি বাত রেডিও অনুষ্ঠান। রবিবার সকালে এই অনুষ্ঠানের ১১০ তম এপিসোডে নিজের রেডিও শো বন্ধ করার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানান, লোকসভা নির্বাচনের জন্য দ্রুতই নির্বাচনী আচরণবিধি শুরু হবে। সেই কথা মাথায় রেখেই এই শো বন্ধের সিদ্ধান্ত তাঁর।
জানান, লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই সম্প্রচার বন্ধ থাকবে। মন কি বাত অনুষ্ঠানের ১১০ তম এপিসোডে প্রধানমন্ত্রী জানান রাজনৈতিক মর্যাদা পালন করতেই তাঁর এই সিদ্ধান্ত। এদিনের মন কি বাত অনুষ্ঠানের ১১০ তম এপিসোডে প্রথমবারের ভোটারদের আগাম শুভেচ্ছা বার্তা দেন মোদি। সকলকেই সক্রিয়ভাবে নিজেদের মত প্রকাশের আহ্বান তাঁর।
FREE ACCESS