এনডিএ-তে সমন্বয়ের অভাব! শরিকদের সঙ্গে বৈঠকে পদ্ম ব্রিগেড
Lack of coordination in NDA! Padma brigade in meeting with partners

Truth Of Bengal: মোদী ৩.০ সরকার বেশ চাপে। ২০২৪ এবং ২০২৯-এর লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। ভরসা করতে হয়নি শরিকদের ওপর। তবে, ২৪-এর লোকসভা নির্বাচনে বড়সড়ধাক্কা খেয়েছিল গেরুয়া ব্রিগেড। টার্গেট ছিল ৪০০ । ৪০০ তো দূর, ২৪০ –এই থমকে গিয়েছিল নরেন্দ্র মোদীর বিজয় রথ। ফলে, এবার নির্ভর করতেই হয়েছে শরিকদের ওপর। বিশেষ করে টিডিপি এবং জেডিইউ-কে কোনওভাবেই চটাতে চায় না বিজেপি। তবে, এবার শীতকালীন অধিবেশনে ফর্মে ছিল না এনডিএ। শরিকদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল স্পষ্ট। এই নিয়েই বুধবার নিজের বাড়িতে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জে পি নাড্ডা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব ও জোটের মুখ্যমন্ত্রীরা। ছিলেন অন্ধ্রর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। উপস্থিত ছিলেন জেডিএস-এর কুমারাস্বামীও।
উল্লেখ্য, শীতকালীন অধিবেশনের শুরু থেকেই আদানি-ইস্যু, ওয়াকফ বিল সহ একাধিক ইস্যুতে শাসক বিজেপিকে চেপে ধরতে কোমর বেঁধেছিল ইন্ডিয়া জোট। বিশেষ করে ‘এক দেশ এক ভোট’ বিল পেশ নিয়ে ভোটাভুটি ও সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্যে তৈরি হওয়া বিতর্কের সময় সংসদের দুই কক্ষেই ছন্নছাড়া ছিল শাসক শিবির। তার ফায়দা নিয়েছে ইন্ডিয়া জোট।
ঠিক সেই কারণে আগামী দিনে সংসদের অধিবেশন চলাকালীন এনডিএ জোটের শরিকদের আরও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে শরিক নেতৃত্বের কাছে আবেদন জানান নাড্ডা।