দেশ

ইজরায়েল-ইরানের সংঘাতে এবারে বন্ধ এয়ার ইন্ডিয়া !

Israel-Iran conflict this time closed Air India!

Truth Of Bengal :ইজরায়েল-ইরানের সংঘাতের রেশ এসে পড়ল এবার এয়ার ইন্ডিয়ার চলাচলে ! ইজরায়েলের উপর হামলা চালিয়েছে ইরান। তার পাল্টা অবশ্য নেতানিয়াহুও হামলার হুঁশিয়ারি দিয়েছেন। আর তার জেরেই ভারত ও ইজ়রায়েলের মধ্যে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

রবিবার বিবৃতি জারি করে তাদের তরফে বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য দিল্লি এবং তেল অভিভের মধ্যে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি থেকে ইজ়রায়েলের অন্যতম প্রধান শহরের মধ্যে এয়ার ইন্ডিয়ার চারটি করে বিমান যাতায়াত করে প্রতি সপ্তাহে। টাটা গ্রুপের নিয়ন্ত্রণাধীন উড়ান সংস্থা এর আগে হামাস আক্রমণের সময় ইজ়রায়েলের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ রেখেছিল। সেটা ২০২৩ সালের ৭ অক্টোবর। প্রায় পাঁচ মাস পর গত ৩ মার্চ আবার দুই দেশের মধ্যে উড়ান পরিষেবা চালু করেছিল সংস্থাটি। তবে, পরিস্থিতির অবনতি হওয়ায় এবার এমনই সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

Related Articles