১০ দিনের বিপাসনায় কেজরীওয়াল, ‘ইন্ডিয়া’ বৈঠক কি এড়িয়ে যেতে চলেছেন আপ প্রধান?
Is Kejriwal going to skip 'India' meeting after 10 days of Vipassana?

The Truth Of Bengal: মঙ্গলবার থেকেই ১০ দিনের বিপাসনায় কেজরীওয়াল, ‘ইন্ডিয়া’ বৈঠক কি এড়িয়ে যেতে চলেছেন আপ প্রধান? আগামী ১৯ ডিসেম্বর বিকেল ৩টে থেকে দিল্লিতে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক বসার কথা। পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পরে এটি বিরোধী জোটের চতুর্থ বৈঠক।
আগামী ১৯ ডিসেম্বর থেকে ১০ দিনের বিপাসনা কর্মসূচি ঘোষণা করলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। ঘটনাচক্রে, ওই দিনই দিল্লিতে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র চতুর্থ বৈঠক হওয়ার কথা। যদিও ওই দিন কখন থেকে কেজরী বিপাসনায় বসবেন তা জানানো হয়নি। খোলসা করা হয়নি, তিনি ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন কি না।
আগামী ১৯ ডিসেম্বর বিকেল ৩টে থেকে দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়া-র বৈঠক বসবে। পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পরে এটি চতুর্থ বৈঠক। সেখানে প্রধান আলোচ্য বিষয় হল, রাজ্যে রাজ্যে ইন্ডিয়া-র শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা। পাশাপাশি লোকসভা ভোটে ‘ইন্ডিয়া’ কী কী বিষয় নিয়ে ভোটে যাবে, তা নিয়ে আলোচনা হবে। সব দলের যৌথ জনসভা নিয়েও কথা হবে। এই বৈঠকের পরেই খুব শিগগিরই ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকও ডাকা হবে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দিতে দিল্লি আসছেন।
প্রসঙ্গত, গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের আয়োজনে পটনায় ১৫টি বিজেপি-বিরোধী দলের শীর্ষ নেতানেত্রীরা ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের দিশানির্দেশ খুঁজতে প্রথম বৈঠক করেছিলেন। এর পরে ১৭-১৮ জুলাই কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত বৈঠকে অংশ নেয় ২৬টি দল। জোটের নয়া নাম হয় ‘ইন্ডিয়া’। সেই সঙ্গেই কার্যত মুছে যায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের অস্তিত্ব। এর পরে ২৫-২৬ অগস্ট মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র তৃতীয় বৈঠকটি হয়েছিল।
‘ইন্ডিয়া’র কয়েকটি শরিক দলের অভিযোগ, কংগ্রেস নেতৃত্ব পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ব্যস্ত থাকার অজুহাত দিয়ে গত কয়েক মাস জোটের বৈঠকে উৎসাহ দেখায়নি। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ়ের সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে কংগ্রেসের বিরুদ্ধে ‘আপ’, সমাজবাদী পার্টি, জেডি(ইউ)-এর মতো শরিক দলগুলি প্রার্থী দিয়েছিল। কংগ্রেসের ‘একলা চলো’ ভূমিকা নিয়ে উষ্মাও প্রকাশ করেছিলেন মমতা, অখিলেশরা।
ঘটনাচক্রে, গত ৩ অগস্ট ওই তিন রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির কাছে পর্যুদস্ত হওয়ার পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে সহযোগী দলগুলিতে ফোন করে ৬ ডিসেম্বর তাঁর বাংলোয় ‘ইন্ডিয়া’র বৈঠকের কথা জানিয়েছিলেন। কিন্তু মমতার পাশাপাশি অখিলেশ যাদব, নীতীশ কুমার যোগ দিতে পারবেন না জানানোর পরে, আরজেডি প্রধান লালুপ্রসাদের উদ্যোগে বৈঠকের নতুন দিন স্থির হয়।
Free Access