
- রথযাত্রা
- পুরীর জগন্নাথ ধাম
The Truth of Bengal: প্রতিবারের মতো এবারেও পালিত হল পুরীর মহোৎসব রথযাত্রা। মঙ্গলবার তিথি অনুসারে মাসির বাড়ির পথে যাত্রা করলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর প্রভুর এই সফরে সঙ্গীও হলেন অগণিত ভক্তরা। হাজার বছর ধরে পালিত হয়ে আসছে, পুরীর রথযাত্রা। প্রতিবছই তিথি অনুসারে প্রাচীন প্রথা মেনেই শুরু হয় ত্রয়ীর যাত্রা। এই আবহে, স্রেফ প্রভু জগন্নাথদেবই নয়, ভক্তরাও প্রস্তুত থাকেন পুরীর এই রথযাত্রায় অংশ নেওয়ার জন্য। আর এই যাত্রা ঘিরেই রয়েছে নানা কিংবদন্তী ও লোককাহিনী। যার দরুণ বারবার ঘুরে আসে পুরীর জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। এবং তৈরি করে এক অনাবিল বিশ্বাসের গল্প। ঈশ্বরের এই উৎসব ঘিরে রয়েছে উদযাপনের নানা অনুষঙ্গও।
জগন্নাথের রথ যাত্রাকে উপলক্ষ্য করে বিশেষ পুজোর আয়োজন করা হয়। ব্যবস্থা করা হয় ভোগ-উপাচারের, একাধিক ক্ষেত্রেই মানা হয় নানাবিধ নিয়ম। সেই নিয়ম-নীতি-নিষ্ঠার চূড়ান্ত পর্ব ধরা পড়ে জগন্নাথদেবের ভোগের আয়োজনে। রথযাত্রার পূর্ণ পর্ব চলে সাতদিন ধরে, একাধিক নিয়মের পাশাপাশি জগন্নাথদেবের সেবার জন্য আয়োজন করা হয় ৫৬ রকমের ভোগের। একই রথযাত্রা আবহে প্রায় একই রকমের ভোগ পান বলরাম, সুভদ্রাও। সকাল, দুপুর, রাত- একাধিক প্রহরে রকমারি পদ নিবেদন করা হয় পুরীর জগন্নাথদেবকে। ৫৬ ভোগের বিরাট খাদ্যতালিকায় থাকে বাহারি পদ। জগন্নাথ-পাতে স্থান পায়, কণিকা অর্থাৎ সুগন্ধী ভাত, আমালু অর্থাৎ মিষ্টি লুচি, টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি, অন্ন, ঘি-ভাত, ডাল, দই, উকখুড়া অর্থাৎ মুড়ি, সহ একাধিক লৌকিক পদ।
এই ৫৬ ভোগের মধ্যে গুরুত্ব পায়, আদা দিয়ে তৈরি চাটনি, লঙ্কার লাড্ডু, কছোট্ট পিঠে, দুধ তৈরি মিষ্টি, আরিশা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি, বোঁদে, মনোহার মিষ্টি, ভাগ পিঠে, গোটাই অর্থাৎ নিমকি, পদ্ম কানজি অর্থাৎ চাল দিয়ে বিশেষ মিষ্টি-সহ একাধিক পদ। সঙ্কুড়ি, সুখিলা আর নির্মাল্য, এই তিন প্রকারের অন্দরে থাকে ৫৬ ভোগের নানা পদ। পুরাণ অনুসারে শ্রীবিষ্ণুর এক অবতার হলেন শ্রীকৃষ্ণ। যেহেতু মানব অবতার রূপে জন্ম নেন তিনি, তাই প্রকৃতির নিয়ম অনুসারে শ্রীকৃষ্ণের মৃত্যুও ছিল নিশ্চিত। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবেরা তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। কিন্তু এই সময় এক অবাক করা ঘটনা ঘটে। কৃষ্ণের সারা শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তাঁর হৃদয় স্পন্দিত হতে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে আজও শ্রীকৃষ্ণের হৃদয় আজও স্পন্দিত হয়।