
The Truth of Bengal: আগেই চাঁদ জয় করেছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পাঠায় চন্দ্রযান। সেই প্রক্রিয়া সফল ভাবে শেষ করে ভারত। এবার লক্ষ্য মানুষ পাঠানো। ২০৪০ সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠাতে চায় ইসরো। সেই লক্ষ্য পূরণে কাজ চলছে বলে জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ।
ইসরোর গগনযান লো আর্থ অরবিটে পৃথিবীকে তিন দিন প্রদক্ষিণ করবে। তারপর সমুদ্রে অবতরণ করবে। আপৎকালীন পরিস্থিতিতে উৎক্ষেপণ বন্ধ করা বা মানববাহী মডিউলটিকে নিরাপদে আলাদা করে নামিয়ে আনার মহড়া হয়েছে। একইসঙ্গে মহাকাশচারীদের নৌবাহিনীর সাহায্যে কীভাবে উদ্ধার করা হবে ইতিমধ্যে বঙ্গোপসাগরে সেই মহড়া সফল হয়েছে।
তবে চাঁদে মানুষের ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জ আছে ইসরোর সামনে। দরকার একটি শক্তিশালী মনুষ্যবাহী মহাকাশযানের। চন্দ্রযান-৩ মিশন সম্পন্ন হয়েছিল LVM-3 রকেট দিয়ে। কিন্তু মানুষ পাঠাতে এর থেকেও বেশি শক্তিশালী ও বেশি ওজন বহনের ক্ষমতাসম্পন্ন মহাকাশযান প্রয়োজন। ইতিমধ্যে তা নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেছে ইসরো।
চলতি বছরে আগস্ট মাসে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান-৩। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করায় ভারত। অভিযান এখানেই শেষ করতে চায় না ভারত। তারপর সূর্য অভিযান করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। তারপর এক অনুষ্ঠানে চাঁদে মানুষ পাঠানোর সময়সীমা বেঁধে দেন প্রধানমন্ত্রী। সেই কথা মাথায় রেখে এবার ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর কথা জানিয়েছেন ইসরো চেয়ারম্যান।