জাতীয় রাজনীতির রণকৌশল ঠিক করতে দিল্লিতে ইণ্ডিয়া জোটের বৈঠক
India Alliance meets in Delhi to decide national political strategy

The Truth of Bengal: লোকসভা নির্বাচনে বিজেপির ফল খারাপ হয়েছে। ৪০০পারের স্লোগান ফ্লপ করেছে।এবার কোনওমতে ২৪০এ থেমে গেছে। দেশবাসীর প্রত্যাশা মেনে মোদির পদত্যাগ করা উচিত বলে। খাড়গে থেকে মমতা একযোগে সোচ্চার হয়েছেন।মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তোলেন,আর ক্ষমতা ধরে রাখা উচিত নয় নরেন্দ্র মোদির।এই অবস্থায় বুধবার নয়াদিল্লিতে ইণ্ডিয়া জোটের বৈঠক হয়।সেই বৈঠকে যোগ দিয়েছেন ২৭টির কাছে রাজনৈতিক দল।তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মল্লিকার্জুন খাড়গের বাড়িতে সেই বৈঠকে বিরোধী জোটের একাধিক নেতা যোগ দেন।মূলতঃ সংসদীয় রাজনীতির ঘুঁটি সাজানোর চেষ্টা করেন বিরোধী শিবিরের নেতারা।
বৈঠকে অংশগ্রহণ করেন সোনিয়া গান্ধী,রাহুল গান্ধী,প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সঞ্জয় রাউত,তেজস্বী যাদব,ডিরাজা,সীতারাম ইয়েচুরির মতো তাবড় নেতারা। সেখানে বিজেপিকে রুখতে সংসদে কী কৌশল নেওয়া হবে ? কিভাবে বিরোধীরা লড়বে,কিভাবে ইস্যু ভিত্তিক সরব হবে তাও পর্যালোচনা করে দেখেন বিরোধীরা। যেহেতু মোদি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে,তাই পদে পদে বিজেপির ক্ষমতা জাহিরের চেষ্টা রোধ করতে বিরোধীরা যে এককাট্টা হবে তা বলাই যায়। এছা়ড়াও ওবিসি সংরক্ষণ, সিএএ,রাজ্যগুলোর আর্থিক বরাদ্দ বৃদ্ধি নিয়েও বিরোধী শিবির সরব হতে পারে।তাই এবার অঙ্ক কষে সংসদীয় রাজনীতির বিকল্প মঞ্চকে শক্তিশালী করতে তত্পর বিরোধী দলগুলো।সর্বসম্মতভাবেই বিরোধী দলগুলো নেতা বাছাইয়ের কাজেও এগিয়ে যেতে আগ্রহী। এই অবস্থায় তৃতীয় দফায় মোদির ইনিংসে বিরোধীদের বাউন্সার যে তীক্ষ্ণতর হবে তা বলাই বাহুল্য।