দেশ

তপ্ত আবহাওয়ার মাঝে স্বস্তির বৃষ্টি, উঠল ঝড়, উড়ে গেল ৪০০-র ওপর ঘর!

In the middle of the hot weather, relief rain, the storm rose, over 400 houses flew!

The Truth Of Bengal : সারাদেশে যখন তাপপ্রবাহ চলছে। মানুষের যখন হাঁসফাঁস দশা তখন ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড দশা মেঘালয়ের খাসি জয়েন্তিয়া পাহাড়ি এলাকার মানুষের। গত ৪৮ঘন্টা ধরে বৃষ্টি নেমেছে মেঘালয়ের এই শৈলশহরে। অতিবৃষ্টির মাঝে ঝড়ের ধ্বংসলীলায় ক্ষতিগ্রস্ত অন্ততঃ ১৩টি গ্রামের মানুষ। প্রায় ৪০০-র ওপর ঘরের ছাউনি উড়ে যাওয়ায় পাহাড়বাসী বেশ অনিশ্চয়তার মুখে পড়েছে।

এবিষয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ণাড কে সাংমা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধারে দ্রুত গতিতে কাজ চলছে। মানুষ যাতে খোলা আকাশের নীচে না কাটায় সেজন্য তাঁদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া জারি আছে।  ত্রাণ ও উদ্ধার কাজে কোনওরকম খামতি রাখা হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। জেলা ডেপুটি কমিশনার জানিয়েছেন, সর্বত্র সতর্কতা জারি রয়েছে। বিপন্ন মানুষদের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রশাসনিক তত্পরতা বজায় থাকায় সাধারণ মানুষ কিছুটা ভরসা পাচ্ছে।

Related Articles