বেঙ্গালুরুতে ভারী বৃষ্টি, জলমগ্ন বহু এলাকা, জনজীবন স্তব্ধ
Heavy rain triggers waterlogging and traffic chaos in Bengaluru

The Truth of Bengal: বেঙ্গালুরতে ভারী বৃষ্টির ফলে জলমগ্ন বহু এলাকা। সোমবার বিকেল থেকে বেঙ্গালুর শহরসহ একাধিক এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। টানা বৃষ্টিপাতের কারণে বহু এলাকার জলমগ্ন হয়ে পড়ে। চরমভাবে ব্যবহৃত হয় যান চলাচল। বহু জনবসতি এলাকায় ও আবাসনে জল ঢুকে যায়। গুরুত্বপূর্ণ অনেক রাস্তায় হাঁটু সমান জল জমে যায়।
শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিতে জল জমে যাওয়ার কারণে যানবাহন চলাচল একপ্রকার বন্ধ হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা আটকে পড়ে যানবাহন। চরম ভোগান্তির শিকার হন সাধারন মানুষ।
Today, due to rain, we had heavy water logging at 33 locations and tree fall at 16 locations. This has caused considerable traffic congestion at several places. BTP is working round the clock to ensure smooth traffic movement. Temporary traffic diversions are in place. Public are…
— ಬೆಂಗಳೂರು ಸಂಚಾರ ಪೊಲೀಸ್ BengaluruTrafficPolice (@blrcitytraffic) May 6, 2024
গাড়ির মধ্যে আটকে পড়েন নিত্যযাত্রীরা। প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েন। জলজমা রাস্তায় অনেক রুট চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। যানবাহন চালকদের আটকে থাকা যানজটের মধ্য দিয়ে চলাচল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। জলমগ্ন হয়ে পড়ার কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়ে কোরামঙ্গলা, এমজি রোড, ইন্দিরানগর এবং হোয়াইটফিল্ডের কিছু অংশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যান চলাচল করাতে হিমশিম খেতে হয়। বৃষ্টির তীব্রতার কারণে শহরটি বিশেষ করে মহাদেবপুরা সীমানায় বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে।
“ಸಂಚಾರ ಸಲಹೆ “
ಹೂಡಿ ಮೆಟ್ರೋ ಸ್ಟೇಷನ್ ಹತ್ತಿರ ಮರ ಬಿದ್ದಿರುವ ಕಾರಣ Y -ಜಂಕ್ಷನ್ ಕಡೆಗೆ ನಿಧಾನಗತಿಯ ಸಂಚಾರವಿರುತ್ತದೆ. ಅದನ್ನು ಶೀಘ್ರದಲ್ಲೇ ತೆರವುಗೊಳಿಸಲಾಗುವುದು, ದಯಮಾಡಿ ಸಹಕರಿಸಿ.
“Traffic advisory”
Slow-moving traffic due to a Tree has fallen at Hoodi Metro Station towards Y Junction. it will be… pic.twitter.com/BWZ3v5AgYU— ಬೆಂಗಳೂರು ಸಂಚಾರ ಪೊಲೀಸ್ BengaluruTrafficPolice (@blrcitytraffic) May 7, 2024
এর ফলে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎ বিভ্রাট হয় চরমে। গত কয়েকদিন ধরে দাবদাহ যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। বৃষ্টির দেখা ছিল না। এরপর এই স্বস্তির বৃষ্টি। কয়েক ঘন্টা বৃষ্টিতে বিপর্যস্ত শহর। তবে সাধারন মানুষ বৃষ্টিতে বিপর্যস্ত হলেও তাদের স্বস্তি মিলেছে। বেঙ্গালুরু প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই প্রবল বৃষ্টিতে ৩৩টি গুরুত্বপূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ১৬ টি গাছ উপড়ে পড়ে রাস্তায়।