দেশ
Trending

মোবাইলে ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো দেখিয়ে গ্রেফতার প্রধান শিক্ষক, যোগীরাজ্যের ঘটনায় শোরগোল

Headmaster arrested for showing obscene videos of female students on mobile, Yogirajya case stirs up noise

The Truth Of Bengal : পড়ুয়াদের যৌন নির্যাতন ও মোবাইলে অশ্লীল ভিডিয়ো দেখানোর অভিযোগে গ্রেফতর প্রধান শিক্ষক। স্কুলেই দীর্ঘদিন ধরে এমন কাণ্ড চালিয়ে আসছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষকের নাম প্রতাপ সিং ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুন্দেলশহর জেলায়। যোগী রাজ্যের ঘটনায় স্তম্ভিত সবাই। অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেছেন অবিভাবকরা।

বলা হয় স্কুল হল দ্বিতীয় বাড়ি। বাড়ির বাইরে সেখানে সবথেকে বেশি নিরাপদে থাকে পড়ুয়ারা। কিন্তু, উত্তরপ্রদেশের এই ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলে দিল। জানা গিয়েছে, বুন্দেলশহর জেলার একটি সরকারি প্রাথমিক স্কুলের অনেকদিন ধরে এই ঘটনা ঘটে আসছিল। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করতেন তিনি। পুলিশের দাবি, ছাত্রীদের ফোনে অশ্লীল ভিডিয়ো দেখতে বাধ্য করতেই ওই শিক্ষক। এমনকী আপত্তিকরভাবে স্পর্শ করতেন ছাত্রীদের।

অনেকদিন ধরে এমন ঘটনা চললেও সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। কারণ অনেক ছাত্রী স্কুলে আসতে চাইছিল না। ওই শিক্ষক ঘটনার কথা বাড়িতে কাউকে জানালে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দিতেন। স্কুল থেকে বের করে দেওয়া হবে বলেও ভয় দেখাতেন। ফলে অনেক ছাত্রী ভয়ে স্কুল ছেড়ে দেয়। কারণ খুঁজে অবিভাবকরা জানতে পারেন প্রধান শিক্ষকের ‘কীর্তির’ কথা। অভিযোগ দায়ের হলে পুলিশ গ্রেফতার করে ওই শিক্ষককে। পকসো আইনেও মামলা দায়ের হয়েছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।

 

FREE ACCESS

Related Articles