দেশ

মাফিয়া তাণ্ডবে বিপন্ন হাইতি, ভারতীয়দের উদ্ধারে প্রস্তুত দিল্লি

Haiti threatened by mafia rampage, Delhi ready to rescue Indians

The Truth of Bengal: মাফিয়াদের তাণ্ডবে জেরবার হাইতি। সেই তাণ্ডবেই ঘরছাড়া বহু নাগরিক। সে দেশে রয়েছেন ৫০-৮০ জন ভারতীয়। প্রতিনিয়ত তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় দূতাবাস। শুক্রবারই বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে যোগাযোগের সমস্ত তথ্য প্রকাশ করা হয়েছে। চরম অরাজকতার স্বিকার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছাট দেশ হাইতি। মাফিয়াদের তাণ্ডবে জনজীবন বিপন্ন সেদেশে। এখনও পর্যন্ত রাজধানীর ৮০ শতাঁশ দখল করে ফেলেছে ওই মাফিয়া গ্যাঙগুলো। ইস্তফা দেন প্রধানমন্ত্রী অ্যারিয়াল হেনরি।

এই উদ্বেগজনক পরিস্থিতিতে সেখানকার বাসিন্দাদের জন্য উদ্বিগ্ন কেন্দ্র। বর্তমানে সেখানে ৫০ থেকে ৮০ জন বারতীয় রয়েছেন। প্রতিনিয়ত তাদের সঙর্গে যোগাযোগ বজায় রেখেছে ভারতীয় দূতাবাস। ওই গ্যামগুলোর তাণ্ডবের জেরে ঘরছাড়া সেদেশের একাধিক নাগরিক। সেদেশে বসবাসকারী ভারতীয়দের সাহায্যের জন্য হেল্পনাইন নম্বর চালু করা হয়েছে। এইসঙ্গে, হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করার কথা জানান বিদেশমন্ত্রক। শুক্রবারই একটি বিবৃতি দেন বিদেশমন্ত্রক। সেখানেই যোগাযোগের সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হয়েছে।

এনিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, হাইতিতে মাফিয়াগ্যংগুলো চালাচ্ছে চরম অরাজকতা। আক্রমন হচ্ছে সরকারি দফতরে। ভেঙে পড়ছে প্রশাসনিক পরিকাঠমো। এই পরিস্থিতিতেই জরুরিকালীন বৈঠকে প্রধানমন্ত্রীর ইস্তফার কথা জানানো হয়। একইসঙ্গে ভারতীয়দের উদ্ধার করার কথাও জানানো হয়। তবে প্রধানমন্ত্রী যাতে সুরক্ষিতভাবে দেশে ফিরতে না পারে সেজন্য হাইতির বিমানবন্দরের নিয়ন্ত্রনও নিজেদের হাতে রেখেছে ওই মাফিয়া গ্যাংগুলো। অন্যদিকে দূতাবাসের তরফ থেকে সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে খবর পাওয়া যায়। ২৪ ঘণ্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। সররকম সহায়তার জন্য খোলা চালু ফোন নম্বর ও ইমেল আইডি।

Related Articles