
Truth Of Bengal: রবিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের সানডে মার্কেট এলাকায় ঘটল গ্রেনেড বিস্ফোরণ। এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। এদিন একটি বিক্রেতার গাড়িতে গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এই ঘটনার পরই হামলাকারীদের ধরতে পুরো একালা ঘিরে ফেলা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপকে মোতায়েন করা হয়েছে।ইতিমধ্যেই হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে।
#WATCH | Militants hurled grenade at TRC, Sunday market in Srinagar, Jammu and Kashmir
More Details Awaited. pic.twitter.com/BS2YRaF933
— ANI (@ANI) November 3, 2024
শনিবার শ্রীনগরের খানিয়ারে সেনা ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেদিন একটি বাড়িতে লুকিয়ে ছিল ২-৩ জন সন্ত্রাসী। সেখানে সেনারা বোমা হামলা চালায়, যার জেরে নিহত হন এক পাকিস্তানি সন্ত্রাসী। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীর লাশ ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শ্রীনগর এনকাউন্টারে আহত হয়েছেন ২ জন CRPF জওয়ান ও ২ পুলিশ সদস্যও।