দেশ

বেঙ্গালুরুতে মহিলাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে গণধর্ষণ, চলল লুটপাঠ

Gang-rape and robbery of woman with promise of help in Bengaluru, 2 arrested

Truth of Bengal: বেঙ্গালুরুর কেআর মার্কেট এলাকায় রবিবার রাতে ৩৭ বছর বয়সী এক মহিলাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা ওই মহিলা তামিলনাড়ুর বাসিন্দা। ঘটনার দিন রাত প্রায় ১১:৩০টার সময় গোডাউন স্ট্রিট এলাকায় তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা কিছুদিন আগে স্বামীর সঙ্গে বচসার পর বাড়ি ছেড়ে বেরিয়েছিলেন। বাসের খোঁজ নেওয়ার সময় অভিযুক্তরা তাঁকে সাহায্য করার কথা বলে গোডাউন স্ট্রিটের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় এবং তাঁর মোবাইল ফোন, গয়না এবং নগদ অর্থ ছিনতাই করা হয়।

বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দ জানিয়েছেন, ভুক্তভোগীকে একটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

এদিকে, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘটনা প্রসঙ্গে বিজেপির সমালোচনার জবাব দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, “বিজেপির শাসনকালে কি এমন ঘটনা ঘটেনি? ধর্ষণের মতো অপরাধ একেবারেই হওয়া উচিত নয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিন্তু কিছু সমাজবিরোধী লোক এমন অপরাধ করে।”

বিজেপি নেতা আর অশোকা এই ঘটনার জন্য কংগ্রেস সরকারকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ ভয়ে দিন কাটাচ্ছেন। অশোকা বলেন, “মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারছে না। এই ব্যর্থ সরকার থেকে মুক্তি দিতে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত।”

বেলগাভী জেলার একটি সমাবেশে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কংগ্রেসের মহাত্মা গান্ধীর আদর্শে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা উল্লেখ করেন এবং বিজেপির বিরুদ্ধে গান্ধীজির নীতির বিরোধিতা করার অভিযোগ আনেন।

Related Articles