
Truth Of Bengal: একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হয়েছেন। বুধবার রাতে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান গুজরাটের জামনগর বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয়ে এ দুর্ঘটনার ঘটে। পুলিশ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।
বিধ্বস্ত হওয়ার আগে একজন পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। বিমানে থাকা দ্বিতীয় পাইলটকে গ্রামবাসীরা মৃত অবস্থায় দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপরই ঘটনাস্থলে ঘন ধোঁয়া দেখেছেন।
যদিও দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত সোমবারও সন্ধ্যায় গুজরাটে একটি খোলা মাঠে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বেসরকারি প্রশিক্ষণ অ্যাকাডেমির একটি ছোট বিমান। এ ঘটনায় এক মহিলা প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়ছিলেন।