সংসদে ঝড় ওঠার আশঙ্কায় নিট দুর্নীতি নিয়েও, সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার
Fearing a storm in parliament, the central government ordered a CBI probe into the alleged corruption

The Truth Of Bengal: জোড়া দুর্নীতি ফাঁস হতেই বড় বেকায়দায় পড়েছে কেন্দ্রের মোদি সরকার।বিশেষ করে নিটও নেট প্রশ্ন ফাঁস হওয়ায় মোদি সরকার প্রশ্নের মুখে।২০১৭সালে কেন্দ্রীয় স্তরে পরীক্ষা পরিচালনার জন্য ন্যাশানাল টেস্টিং এজেন্সি তৈরি করে কেন্দ্র।সেই সংস্থায় কিভাবে ঘুঘুর বাঁসা বাঁধল ? কেন কেন্দ্রের অনুমোদিত সংস্থা হাজার হাজার পরীক্ষার্থীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ পাচ্ছে ? এইসব প্রশ্ন সংসদে তুলে ধরতে কোমর বাঁধছে বিজেপি বিরোধী শিবির।তাই সংসদ শুরুর আগেই নিট নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার।
কিভাবে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি হয় তা খতিয়ে দেখবে সিবিআই। শনিবার সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে কেন্দ্র। পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।বির্তকের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে এনটিএ -র ডিরেক্টর সুবোধ কুমার সিংকে। ডিজি পদে আনা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিং খারোলাকে।
পরীক্ষার্থীরা প্রশ্ন তুলছেন,মোদির গ্যারান্টির এই গোপন কর্ম ফাঁস হওয়ার পরেও কেন শিক্ষা মন্ত্রী নৈতিক দায়িত্ব স্বীকার করে পদত্যাগ করছে না।তৃণমূল ছাত্র পরিষদ থেকে এসএফআই আন্দোলনে নামায় চাপে পড়েছে সংঘ ঘনিষ্ঠ এবিভিপি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদও প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারির কারবারীদের শাস্তি ও উপযুক্ত ব্যবস্থা চেয়ে সরব হয়েছে।এই অবস্থায় ১৮জুন বসছে সংসদের অধিবেশন।সেখানে একদিকে প্রোটেম স্পিকার পদ,শেয়ার কেলেঙ্কারির মতোই এই জোড়া দুর্নীতিও বড় ইস্যু হয়ে উঠতে চলেছে। কেলেঙ্কারির পান্ডাদের গ্রেফতার করার দাবিতে বিরোধী শিবির আক্রমণের ধার বাড়াতে চায়।