একবিংশ শতাব্দীর উন্নত ভারতের জন্য দিনরাত কাজ করছে প্রত্যেক ভারতীয়: প্রধানমন্ত্রী
Every Indian is working day and night for a developed India of the 21st century: PM

Truth of Bengal: ‘আজ প্রতিটি ভারতীয় একবিংশ শতাব্দীর উন্নত ভারতের জন্য দিনরাত কাজ করছে। এমন পরিস্থিতিতে, ১৪০ কোটি জনসংখ্যার দেশে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বোত্তম নেতৃত্বের প্রয়োজন।’ ভারত মণ্ডপে স্কুল অব আল্টিমেট লিডারশিপ (এসওইউএল) কনক্লেভের প্রথম সংস্করণের উদ্বোধন করে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।
প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘কিছু ঘটনা আছে, যা হৃদয়ের খুব কাছের, আজকের অনুষ্ঠানটিও তেমনই। জাতি গঠনের জন্য উন্নত নাগরিকের বিকাশ অপরিহার্য। ব্যক্তি উন্নয়নের মাধ্যমে জাতি গঠন, মানুষ থেকে পৃথিবী, যেকোনও উচ্চতা অর্জনের জন্য এটি কেবল জনগণ থেকেই শুরু হয়।’ সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সেরা নেতাদের বিকাশ অপরিহার্য এবং এটি সময়ের চাহিদা, তাই স্কুল অব আলটিমেট লিডারশিপ’ প্রতিষ্ঠা উন্নত ভারতের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ এবং বড় পদক্ষেপ।’
নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে মোদি স্বামী বিবেকানন্দর নাম উত্থাপন করেন। তিনি বলেন, ‘স্বামী বিবেকানন্দ দাসত্ব থেকে মুক্তি দিয়ে ভারতকে রূপান্তরিত করতে চেয়েছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে, যদি তাঁর ১০০ জন নেতা থাকে, তাহলে তিনি কেবল ভারতকে স্বাধীনতা দিতে পারবেন না, বরং বিশ্বের এক নম্বর দেশ হিসাবেও গড়ে তুলতে পারবেন। এই মন্ত্র নিয়ে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।’ মোদি বলেছেন, ‘আজ প্রত্যেক ভারতীয় বিকশিত ভারত-এর জন্য দিন-রাতে কাজ করা চলেছে। ১৪০ কোটির দেশেও প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি মুহূর্তে সেরা নেতৃত্বের প্রয়োজন।’