দেশমসনদের লড়াই

Lok Sabha Elections 2024: ভোট কেনা রুখতে এবারে ডিজিটাল পেমেন্টের উপরেও নজর কমিশনের

Lok Sabha Elections 2024: EC Watch Digital Payments

The Truth of Bengal: লোকসভা নির্বাচনে অর্থের প্রলোভনে ভোট কেনা রুখতে এবারে ডিজিটাল পেমেন্টের উপরেও নজর রাখবে কমিশন। একাধিক ব্যক্তির কাছে টাকা গেলে সেটাকে সন্দেহজনক মনে করে তদন্ত করবে নির্বাচন কমিশন। সেই সঙ্গে কী ধরনের আর্থিক লেনদেন হচ্ছে, তার দৈনিক রিপোর্ট সংগ্রহ করবে কমিশন। এই মর্মে জেলাশাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফে। আসন্ন লেকসভা নির্বাচনে এবার কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোটে কালো টাকা টাকার ব্যবহার রুখতে কমিশন ততপর। অর্থের প্রলোভন রুখতে এবার ডিজিটাল পেমেন্টের উপরও নজর কমিশনের। উদ্দেশ্য একটাই, আসন্ন লোকসভা নির্বাচনে অর্থের প্রলোভন দেখিয়ে কেউ যাতে ভোট কিনতে না পারে।

তার জন্য এবার ডিজিটাল পেমেন্টের উপর নজরদারি চালাবে কমিশন। কারোর ওয়ালেট থেকে যদি একাধিক ব্যক্তির কাছে একই পরিমান টাকা যায়, সাটাকে সন্দেহজনক লেনদেন হিসেবে ধরবে নির্বাচন কমিশন। সঙ্গে সঙ্গেই জারি হবে তদন্তের নির্দেশ। শুধু তাই নয়, ডিজিটাল ওয়ালেট থেকে কী ধরনের আর্থিক লেনদেন হচ্ছে, ব্যাঙ্ক থেকে সেই দানিক রিপোর্ট সংগ্রহ করবে নির্বাচন কমিশন। কোনও রাজনৈতিক দল বা কোনও প্রার্থী এই ধরনের অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত হলে তাদের বিরুদ্ধে করা হবে কড়া পদক্ষেপ।

এই কথা জানিয়ে সমস্ত জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা। ইলেকশন কমিশনের এক শীর্ষ কর্তা জানান, বেআইনি কালো টাকা উদ্ধার করতে ইডি, ইনকাম ট্যাক্স ও জিএসটির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ততপরতা বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, সমস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষকে সমস্ত বাল্ক ট্রানজাকশনের তথ্য কমিশনের সঙ্গে শেয়ার করতে হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ইকনমিক সার্ভিসেস বিভাগের মাধ্যমে ব্যাঙ্কগুলির কাছে এই নির্দেশ পাঠানো হয়েছে।

Related Articles