টানা বৃষ্টিতে বাড়ল তিস্তার জল, বন্ধ দার্জিলিংগামী রাস্তা
Due to continuous rain, the Teesta water rose, the road to Darjeeling was closed

The Truth Of Bengal,বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি: আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক সেই পূর্বভাস অনুযায়ী একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিমে। টানা বৃষ্টির কারণে ফের জল বাড়ল তিস্তার। তিস্তার জল এতটাই বেড়ে গিয়েছে যে রাস্তার উপর দিয়ে জল বইতে শুরু করেছে। ইতিমধ্যে তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে প্রশাসন।
তবে ঝুঁকির পারাপার চলছে। প্রশাসনিক সূত্রে খবর টানা বৃষ্টির কারণে তিস্তা জলস্তর বৃদ্ধি পেয়েছে। যার কারণে আপাতত তিস্তা বাজার দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এবং তিস্তা বাজার এলাকার বাসিন্দার চোখে মুখে গত বছর চৌঠা অক্টোবরের তিস্তার ভয়ঙ্কর রূপের সেই স্মৃতিই যেন তাড়া করছে।অপরদিকে নতুন করে সিকিমে ধসের খবরও মিলেছে।
সিকিম প্রশাসন সূত্রে খবর যে সমস্ত ধস করেছে সেই সমস্ত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ চলছে। তবে বৃষ্টি একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। যদি লাগাতার একটানা বৃষ্টি চলতে থাকে তাহলে বেশ সমস্যায় পড়তে হবে ধরানোর কাজে। এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বাংলা সিকিম লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। যে সমস্ত পর্যটক সিকিম যেতে চাইছে এই মুহূর্তে বিকল্প রাস্তা দিয়েই তাদের যেতে হচ্ছে সিকিমে।