DGCA: বিমানের কেবিন ক্রু-দের ডিউটি ও বিশ্রামে কঠোর নিয়ম DGCA-র! যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে জারি নতুন নির্দেশিকা
নতুন নিয়ম অনুযায়ী—একজন কেবিন ক্রু সর্বাধিক ১১ ঘণ্টা ডিউটি করতে পারবেন এবং ৬ বার বিমান ল্যান্ডিং পর্যন্ত কাজ করতে পারবেন।
Truth of Bengal: নতুন নিয়ম তৈরি করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। কেবিন ক্রু – দের বিমান যাত্রার নিরাপত্তা এবং কেবিন ক্রুদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখে নির্দেশিকা প্রকাশ করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন । নতুন বিধি অনুযায়ী, কেবিন ক্রুদের কাজের সময়সীমা, বিমান অবতরণের সংখ্যা এবং বিশ্রামের সময়— সব কিছুরই নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে।ডিজিসিএ জানিয়েছে, কেবিন ক্রুদের যাতে ক্লান্তি ছাড়াই দায়িত্ব পালন করা সম্ভব হয়, সেই লক্ষ্যেই এই নিয়ম প্রণয়ন করা হয়েছে (DGCA)।
আরও পড়ুনঃ এবারও কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতিশ! এ নিয়ে কী জানালেন শাহ?
নতুন নিয়ম অনুযায়ী—একজন কেবিন ক্রু সর্বাধিক ১১ ঘণ্টা ডিউটি করতে পারবেন এবং ৬ বার বিমান ল্যান্ডিং পর্যন্ত কাজ করতে পারবেন।ডিউটি টাইম যদি ১২ ঘণ্টা ৩০ মিনিট হয়, তবে তাঁরা ৩ বার বিমান ল্যান্ডিং পর্যন্ত কাজ করবেন।যদি কোনও বিমান যাত্রা ৯ ঘণ্টার বেশি হয়, তবে কেবিন ক্রুর সর্বাধিক ডিউটি টাইম হবে ১৪ ঘণ্টা এবং তাঁরা ২ বার ল্যান্ডিং পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।যাত্রা যদি ১০ ঘণ্টা বা তার বেশি হয়, তবে ডিউটি টাইম সর্বাধিক ১৫ ঘণ্টা, এবং সে ক্ষেত্রে কেবিন ক্রু একটি ল্যান্ডিং পর্যন্ত কাজ করবেন।এ ছাড়াও কেবিন ক্রুদের পর্যাপ্ত বিশ্রামের ওপরেও জোর দিয়েছে ডিজিসিএ (DGCA)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
নতুন নিয়মে বলা হয়েছে, পরের ডিউটি শুরুর আগে প্রতিটি কেবিন ক্রুকে কমপক্ষে ১২ ঘণ্টা বিশ্রাম নিতে হবে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এই সময়সীমা আরও বাড়বে। যদি কোনও ফ্লাইটে ৩টি টাইম জ়োন পার করা হয়, বিশ্রামের সময় হবে ১৮ ঘণ্টা।আর ৭টি টাইম জোন অতিক্রম করলে বিশ্রামের সময়সীমা হবে ৩৬ ঘণ্টা। ডিজিসিএ-র মতে, এই নতুন বিধিগুলি কার্যকর হলে বিমান কর্মীদের স্বাস্থ্য যেমন সুরক্ষিত থাকবে, তেমনই যাত্রীদের নিরাপত্তাও আরও নিশ্চিত হবে (DGCA)।






