দেশ

১৫ বছরের পুরনো গাড়িকে পেট্রলে ‘না’, দূষণ নিয়ন্ত্রনে পদক্ষেপ দিল্লি সরকারের

Delhi government bans petrol for 15-year-old cars, steps to control pollution

Truth of Bengal: বছরের পর বছর ধরে দূষণে জেরবার রাজধনী দিল্লি। এবার রাজধানীর দূষণ নিয়ন্ত্রন করতে কড়া পদক্ষেপ দিল্লি সরকারের। ১৫ বছরের পুরনো গাড়িকে পেট্রল, ডিজেল দেওয়ার ক্ষেত্রে জারি নিষেধাজ্ঞা। দূষণকে রোধ করতে যে বৈঠক হয়, সেই বৈঠকের পরই দিল্লির পরিবেশমন্ত্রী জানিয়ে দেন কেবলমাত্র জ্বালানি তেল দেওয়ার উপরই নিষেধাজ্ঞা জারি নয়, বাইরে থেকে দিল্লিতে আসা ১৫ বছরের পুরনো গাড়িকে প্রবেশ করতেও দেওয়া যাবে না।

প্রসঙ্গত, প্রায় প্রত্যেক বছরই দিল্লির দূষণ ইস্যুতে রাজনৈতিক দ্বন্দ্ব চরম আকার নিয়েছে। কিন্তু তরপরও দূষণের হাত থেকে মুক্তি পায়নি দিল্লির মনুষ। এই সমস্যাই এবার পুরোপুরি নির্মূল করতে আধিকারিকদের সঙ্গে শনিবার বৈঠক করেন দিল্লির পরিবেশমন্ত্রী। বৈঠক শেষেই সমাজমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন আপ সরকারকে নিশেনা করতে শোনা যায় তাঁকে। তাঁর কথায় জল হোক বা দূষণ, দিল্লির প্রাক্তন সরকার কোনও সমস্যার সুরাহাই করতে পরেনি। দূষণ রুখতে হাজার হাজার কোটি টকা বরাদ্দ করা হলেও তা ব্যবহার করা হয়নি।

এরপরই মন্ত্রী জানান, ‘দূষণ কমানোর একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেইসমস্ত পদক্ষেপই লাগু হবে ভবিষ্যতে। বায়ু দূষণ রোখার জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি হল – পাম্পে গিয়ে জ্বালানি তেল পাবে না ১৫ বছরের পুরোনো গাড়ি। আগামী ৩১ মার্চ থেকেই এই নিয়ম লাগু হবে। এর জন্য বিশেষ ধরণের যন্ত্রও বসানো হচ্ছে পেট্রল পাম্পে। কোনও ,গাড়িকে ওই যন্ত্র ১৫ বছরের পুরোনো চিহ্নিত করলে সেক্ষেত্রে দেওয়া হবে তেল’। এছাড়াও এখনও পর্যন্ত ৮০ শতাংশ পেট্রল পাম্পেই এই যন্ত্র বসানো হয়েছে বলে জানান মন্ত্রী।

Related Articles