ক্রিকেটের জিনিয়াসকে বার্থ ডে-তে কুর্নিশ ক্রিকেট ভক্তদের
Cornish cricket fans on the birthday of a cricketing genius

The Truth of Bengal: গত ২দশক ধরে তিনি ময়দানে ব্যাট হাতে ঝড় তুলেছেন। খেলাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। অনেকে বলেন শচীন তেন্ডুলকর আসলে নিজেই ভগবান। ঈশ্বরের বড় উপহার।দেশ-বিদেশের মানুষের কাছে যিনি জিনিয়াস,যিনি শিল্পের কারিগর আজ তাঁরই জন্মদিন। ৫০বছরে পা দিয়েছেন ক্রিকেটের ভগবান। মুম্বইয়ের মতোই দেশ-বিদেশের নানা প্রান্তে তাঁর বার্থ ডে সেলিব্রেশনের এলাহি আয়োজন। সবার মুখে একটাই কথা হ্যাপি বার্থ ডে শচীন, কুর্নিশ করি ক্রিকেটের জিনিয়াসকে। খেলার দুনিয়ার পরিচিত ব্যক্তিত্ব শচিনের জীবনের ফ্ল্যাশব্যাকে গেলে নানা কীর্তি,নানা ঘটনা আমাদের ফিরে দেখতেই হয়।
১৯৯০ সালের ২৫ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ২৪ এপ্রিল পর্যন্ত একটি ম্যাচেও সচিন ছাড়া মাঠে নামেনি ভারত।তাই তাঁর কৃতিত্বকে আজও ভারতবাসী বিনম্র চিত্তে সম্মান করে।জন্মদিনে সবার মুখে একটাই প্রার্থনা যুগ যুগ জিও শচীন,ভালো খেকো।অনেকেই আশা করছেন,পরবর্তী প্রজন্ম এই শচীনের মতো রোল মডেল থেকে নতুন কিছু শিখবে,প্রেরণা পাবে।
১৯৭৩সালে মুম্বইয়ে জন্মেছিলেন ক্রিকেটের অসাধারণ এই ব্যক্তিত্ব। কোঁকড়ানো চুল, ৫ফুট ৪ ইঞ্চির শর্ট হাইটের এই সদাহাস্যময় খেলোয়াড় ক্রিকেটের জগতে ২৪বছর শাসন করেছেন। অনন্য প্রতিভা, কঠোর পরিশ্রম, লাগে রগো মনোভাবে জোরে বিশ্বক্রিকেটে তিনি আলাদা শৈল্পিক ছাপ রেখেছেন। ক্রিকেটকে শিল্পের বৈচিত্র্যে ভরিয়ে তোলেন।তাঁর উপস্থিতি ময়দানকে বর্ণময় করে তুলতো।পরিসংখ্যান বলছে,২৪ বছরের কেরিয়ারে ৬৬৪ টি ম্যাচ খেলেছেন শচীন। বিশ্বের কোনও ক্রিকেটার এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।টেস্ট ম্যাচই খেলেছেন ২০০ টি । সেই রেকর্ডও কারও নেই। সেইসঙ্গে ৪৬৩ টি একদিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এখন যাঁরা খেলছেন, তাঁরা কেউ সচিনের ধারেকাছেও নেই।