দেশ

হরিয়ানায় এগিয়ে কংগ্রেস, জম্মু-কাশ্মীরেও পিছিয়ে বিজেপি

Congress ahead in Haryana, counting of votes is also going on in Jammu and Kashmir

Truth Of Bengal: সম্প্রতি শেষ হয়েছে হরিয়ানা ও কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর বিধানসভার ভোট পর্ব। এবার পালা ফল প্রকাশের। পূর্বের ঘোষণা অনুযায়ী অক্টোবরের ৮ তারিখ মঙ্গলবার ভোট গননা শুরু হয়েছে। হরিয়ানা, জম্মু কাশ্মীর সহ গোটা দেশের মানুষও তাকিয়ে রয়েছে ফলাফলের দিকে। এদিন সকাল ৯ তা পর্যন্ত কাউকে এগোতে দেয়নি কংগ্রেস। আপাতত শীর্ষ স্থানে কংগ্রেস থাকার কারণে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে চলে গিয়েছে বিজেপি। এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর বিধানসভায় ৯ টা ১১ নাগাদ ১০ টি সিটে এগিয়ে ছিল বিজেপি। তবে পিছিয়ে ছিল না এনসি। আর তার কিছুক্ষণ পর জম্মু-কাশ্মীরেও বিজেপি কে পিছিয়ে এগিয়ে গিয়েছে কংগ্রেস-এনসি জোট।

জম্মু কাশ্মীর ওয়ার্কার্স পার্টির সভাপতি মীর জুনায়েদ বলেছেন, “এটা জনগণের সিদ্ধান্ত এবং তারা যে সিদ্ধান্তই নেবে, আমরা তাতে একমত হব। আমরা 12 দিন ধরে প্রচারণা চালিয়েছি, মানুষের কাছ থেকে আমরা যে ধরনের ভালবাসা পেয়েছি, তা হবে ভালো। আমরা ভারতের নামে ভোট চেয়েছিলাম।”

এর আগে বুথ ফেরত প্রায় সমীক্ষাতে দেখা গিয়েছে এক দশকের বিজেপি সরকারকে সরিয়ে হরিয়ানার মানুষ বেছে নিয়েছে কংগ্রেসকে। আর অন্য দিকে, ত্রিশঙ্কু বিধানসভা হতে পারে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে। বিজেপিকে হটিয়ে গণনায় প্রথম স্থান নিতে পারে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। তবে কী এবার বুথ ফেরত সমীক্ষা মিলে যেতে চলেছে? বিজেপির পতন কী তবে আসন্ন!

Related Articles