দেশ

বিপর্যয়ের আশঙ্কা! চারধাম যাত্রা শুরু হলেও ৮ জেলায় জারি হলুদ সর্তকতা

Danger of disaster! Chardham yatra has started but yellow alert has been issued in 8 districts

The Truth Of Bengal :  চারধাম যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১২ টি জ্যোতির লিঙ্গের মধ্যে একাদশ জ্যোতির লিঙ্গ অর্থাৎ কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয়েছে। এই আবহে IMD অর্থাৎ ভারতের আবহাওয়া দফতর উত্তরাখণ্ডের বেশ কিছু জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করেছে।

প্রসঙ্গত বলে রাখা ভালো, আবহাওয়ার হলুদ সর্তকতা খারাপ আবহাওয়াকে ইঙ্গিত করে। যার অর্থ আবহাওয়ার পরিস্থিতি পূর্বের তুলনায় আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যা আপনার দৈনন্দিন জীবনের কার্যকলাপে ব্যাঘাত ঘটাতে পারে।


আবহাওয়া দফতর উত্তরকাশি, তেহরি, পাউরি, রুদ্রপ্রয়োগ, চামোলি, বাগেশ্বর, পিথোরাগড় এবং আলমোড়া সহ আরো বেশ কয়েকটি জায়গায় হলুদ সর্তকতা জারি করেছে। শুধু তাই নয় এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD জানিয়েছে, যে সমস্ত পুন্যার্থীরা চারধাম যাত্রায় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারা যেন নিরাপদ স্থানে আশ্রয় নেন।

প্রসঙ্গত, ১০ মে শুক্রবার চারধাম যাত্রা শুরু হয়েছে। এদিকে মন্দির কমিটির কর্মকর্তাদের একটি সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী খবর, কেদারনাথ ও যমুনোত্রি ধাম সকাল ৭ টায় খোলা হয়ে গিয়েছে। আর গঙ্গোত্রী ধাম দুপুর ১২:২০ তে খোলা হবে। এছাড়াও ১২ই মেয়ে সকাল ৬ টায় খুলবে বদ্রিনাথ ধাম।

যেহেতু শীতের মরশুমে ইহা বন্ধ ছিল তাই উত্তরাখণ্ড যাত্রায় তীর্থ যাত্রীদের ভিড় একেবারে চোখে পড়ার মত।

Related Articles