মহাদেব অনলাইন বেটিং অ্যাপ মামলায় তল্লাশি ভূপেশ বাঘেলের বাড়িতে সিবিআই হানা
CBI raids Bhupesh Baghel's house in Mahadev online betting app case

Truth Of Bengal: প্রথমে ইডি, পরে সিবিআই। বুধবার সকালেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা কেন্দ্রীয় এজেন্সির। জানা যায়, মহাদেহ অনলাইন বেটিং অ্যাপ মামলাতে এই তল্লাশি অভিযান চালায় সিবিআই। ভুপেশ বাঘেল ছাড়াও এক শীর্ষ পুলিশ কর্তা ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক ঘনিষ্টের বাড়িতেও শুরু হয় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি। কেন্দ্রীয় এজেন্সির সকাল সকাল এই ততপরতার সঙ্গে অভিযানের খবর সমাজমাধ্যমে প্রকাশ্যে এনেছেন ভূপেশ বাঘেল নিজেই।
সূত্র মারফত জানা যাচ্ছে, বুধবারই ভূপেশ বাঘেলের যাওয়ার কথা ছিল দিল্লি। দলীয় বৈঠকে যোগদানের উদ্দেশ্য ছিল তাঁর। তাঁর সেই দিল্লি যাওয়ার আগেই কেন্দ্রীয় এজেন্সির হানা বাঘেলের বাড়িতে। ভূপেশ বাঘেল একটি তথ্য প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এবার সিবিআই এসেছে।’
অন্যদিকে তদন্তকারীরা জানান, সিবিআইয়ের এই তল্লাশির প্রধান কারণই হল ছত্তিশগড়ের মহাদেব অনলাই বেটিং অ্যাপ মামলার তদন্ত। চলতি মাসেই এই তদন্তে নেমে ৫৮০ কোটি টাকা ফ্রিজ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, একাধিক রাজনৈতিক নেতা ও সরকারি আমলা যুক্ত রয়েছে ছত্তিশগড়ের এই মামলায়। প্রসঙ্গত, এই মামলায় এখনও পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে রাজনৈতিক নেতৃত্ব ও বলিউডের অভিনেতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার সেই বিতর্কিত বেটিং অ্যাপ মামলার তদন্ত করতেই সিবিআইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা।
তবে একইসঙ্গে আবগারি দুর্নীতি মামলাতেও কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে রয়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেই মামলার তদন্ত করতে ১০ মার্চই ভিলাইতে ভূপেশ বাঘেল ও তাঁর ছেলের বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা।