ইলেক্টোরাল বন্ড থেকে বিজেপির আয় ৬ হাজার ৬০ কোটি টাকা, ধারেকাছে নেই কোনও দল
BJP's income from electoral bonds is Tk 6,600 crore

The Truth of Bengal: ইলেক্টোরাল বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে কোন দল? এই প্রশ্নের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। বন্ড-তথ্য প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে, বিজেপির ধারেকাছে কেউ নেই। ইলেক্টোরাল বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজেপি। বন্ড থেকে রাজনৈতিক দলগুলি মোট যা আয় করেছে তার প্রায় ৪৭ শতাংশ গিয়েছে বিজেপির দখলে। টাকার অঙ্কটা প্রায় ৬ হাজার ৬০ কোটি টাকা। গেরুয়া শিবির শুধু বেশি চাঁদা পেয়েছে তাই নয়, তাদের প্রাপ্ত চাঁদা সম্মিলিত বিরোধীদের প্রায় সমান। অর্থাৎ, একা বিজেপির সমান আয় করেছে বাকি দলগুলি।
১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর শীর্ষ আদালত নির্দেশ দেয়, এসবিআইকে নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য তুলে দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে। কমিশন সেই তথ্য আনবে প্রকাশ্যে। কিন্তু, এসবিআই সুপ্রিম কোর্টের কাছে বাড়তি সময় চেয়েছিল। সুপ্রিম কোর্ট সময় না দিয়ে ধমক দেয় এসবিআইকে। তারপর এসবিআই বন্ড তথ্য তুলে দেয় কমিশনের হাতে। কমিশন সেই তথ্য তাদের অয়েবসাইটে আপ্লোড করেছে। তাতে দেখা যাচ্ছে কোন রাজনৈতিক দল কত টাকা আয় করেছে।
নির্বাচন কমিশনের আপলোড করা তথ্য অনুযায়ী, জানা গিয়েছে এখনও পর্যন্ত মোট নির্বাচনী বন্ডের সবচেয়ে বেশি ভাঙিয়েছে বিজেপি। ইলক্টোরাল বন্ড থেকে মোট ৬ বাজার ৬০ কোটি টাকা ভাঙিয়েছে মোদি-শাহের দল। এর বেশিরভাগটাই যদিও ২০১৯ সালে ভাঙানো হয়েছে। এরপর মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড় এবং তেলঙ্গানার বিধানসভা ভোটের সময়ও ভাঙানো হয়েছে বেশ কিছু বন্ড। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এখনও পর্যন্ত ২০২ কোটি টাকার বন্ড ভাঙিয়েছে বিজেপি।