দিল্লিতে বঙ্গভবনের সামনে থেকে আটক সুকান্ত-সহ বিজেপি সাংসদরা
BJP MPs including Sukant detained in front of Bangabhaban in Delhi

Truth Of Bengal: পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দু মন্দিরের উপর বিভিন্ন রকম আক্রমণের ঘটনার প্রতিবাদ জানাল বিজেপি। রাজধানী দিল্লিতে পশ্চিমবঙ্গের হিন্দুরা আক্রান্ত বলে অভিযোগ তুলে বিজেপি। গেরুয়া শিবিরের আরও অভিযোগ পশ্চিমবঙ্গে হিন্দু মন্দিরের উপর আক্রমণের ঘটনা ঘটছে। সেই নিয়েই বঙ্গভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিজেপির সাংসদরা। পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির লোকসভার এবং রাজ্যসভার সাংসদরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
দিল্লিতে বঙ্গভবনের সামনে থেকে আটক সুকান্ত-সহ বিজেপি সাংসদরা pic.twitter.com/HUBSN7j1bF
— TOB DIGITAL (@DigitalTob) April 4, 2025
শুক্রবার সকালে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি সাংসদরা বঙ্গভবন অভিযান করে। এই নিয়ে রাজ্য সরকারকে নিশানা করে বিজেপির এই অভিযান। বিজেপি সাংসদদের বাধা দেয় দিল্লি পুলিশ। এই নিয়ে রাজধানী শহরের ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি সাংসদদের আটক করে পুলিশ।
বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ রাজধানী দিল্লির বুকে পশ্চিমবঙ্গের নামে বদনাম করছেন বিজেপি। বাংলা থেকে নির্বাচিত হয়ে রাজধানীতে বাংলার বদনাম করায় ক্ষুব্ধ রাজ্যের শাসক দল। পড়েছো না ও উস্কানি দিয়ে পশ্চিমবঙ্গের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে এদিন অভিযোগ তুলেছে তৃণমূল। রামনবমী সামনে। তার আগে নানাভাবে বাংলার সম্প্রীতি নষ্ট করার রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তৃণমূলের।