দেশ

বিজেপির দাদাগিরির জন্য জোট ছেড়েছে একাধিক দল, তোপ কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের

BJP formed an alliance for the need of votes

The Truth of Bengal: বিজেপির তরফ থেকে এই রাজনীতির ট্রেন্ড বরাবরই দেখা যায় বলে বিরোধীরা মনে করে। জাতীয় রাজনীতির বাস্তবতা বলছে,জোট ছাড়া কখনই কেউ একলা লড়ে জিততে পারবে না।বিজেপি ব্রান্ড মোদিকে সামনে রেখে ভাবছে,চোদ্দো,উনিশের মতোই চব্বিশেও বাজিমাত করবে। সেইকারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,দিল্লির ক্ষমতাদখলে হ্যাটট্রিকের কথা প্রচার করছেন। কিন্তু একলা চলোর রাজনীতি যেখানে দেশে ব্যাকফুটে সেখানে কিভাবে বিজেপি লক্ষ্যভেদ করবে? এই প্রশ্নই উঠছে রাজনৈতিক মহলে।এতদিন যেখানে বিজেপি নেতৃত্ব,প্রশ্ন তুলছিল ইন্ডিয়ার শরিকদের জোটের সম্পর্ক নিয়ে,সেখানে এবার কংগ্রেস সহ বিরোধীরাই বিজেপিকে বিঁধছে,এনডিএ-র অগোছালো অবস্থা নিয়েছে। বিরোধীদের দাবি,৭রাজ্যে প্রায় জোটের বাঁধন শক্ত হয়েছে,সেখানে বিজেপি একটি রাজ্যেও শরিকদের সঙ্গে রফা চূড়ান্ত করতে পারেনি।

  • চব্বিশের আগে বিজেপির জোট রাজনীতির দফারফ
  • বিজেপির দাদাগিরির জন্য জোট ছেড়েছে একাধিক দল
  • তোপ কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের  শীর্ষ নেতাদের
  • কেন বিজেপি সঙ্গীহারা  ,সেই প্রশ্নও তোলা হচ্ছে ?
  • ২০১৯-এর পর এনডিএ ছাড়ে  উদ্ধব ঠাকরের শিবসেনা
  • ২০২০তে বিজেপিকে ত্যাগ করতে এনডিএ ছাড়ে অকালি দল
  • ২০২৩-এ বিজেপির সঙ্গে  সম্পর্ক ত্যাগ এআইডিএমকের
  • জেডিইউ হাত ছেড়েও বিজেপির আবার  সঙ্গী হয়েছে

কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলছেন, এনডিএতে হচ্ছেটা কী? কেন এনডিএর শরিকদের নিয়ে বিজেপি নিজেদের মধ্যে চুক্তি করতে পারছে না। কেন এখনও বিহারে আসনরফা ঘোষণা হয়নি? মহারাষ্ট্রে কেন আসনরফা হল না? নাকি জোটসঙ্গীরা বিজেপিকে বিশ্বাস করে আসন ছাড়ছে না।এইসব প্রশ্ন তুলে জোট রাজনীতির আতসকাঁচে বিজেপিকে বিচার করার জন্য তাঁরা দেশবাসীকে আহ্বানও জানাচ্ছে।এখন এবারের লোকসভা ভোটে বিজেপি এনডিএ-র ব্যানারকে পাশে সরিয়ে রেখে ব্রান্ড মোদিকে প্রাধান্য দিলে তার সূদূরপ্রসারী ফল বিজেপিকে ভুগতে হবে বলে বিরোধীদের মতোই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Related Articles