দেশ

ক্যানসার চিকিৎসায় বড় ঘোষণা, ১০০% কর ছাড় ৩৬টি জীবনদায়ী ওষুধে: নির্মলা সীতারামন

Big announcement in cancer treatment, 100% tax exemption on 36 life-saving drugs: Nirmala Sitharaman

Truth Of Bengal: ক্যানসারের মতো মারণরোগের চিকিৎসায় বিপুল ব্যয় নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকেই। এবার সেই খরচ কিছুটা কমানোর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। ২০২৫-এর বাজেটে তিনি জানালেন, ক্যানসার-সহ ৩৬টি জীবনদায়ী ওষুধের উপর ১০০ শতাংশ কর ছাড় দেওয়া হবে। এছাড়াও, আরও ৬টি গুরুত্বপূর্ণ ওষুধের উপর থেকে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

এই ঘোষণার ফলে জীবনদায়ী ওষুধের দাম কমবে, যা বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য স্বস্তির খবর। চিকিৎসার খরচ কমাতে কেন্দ্রীয় সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ, তারই প্রতিফলন এই বাজেটে দেখা গেল।

এছাড়াও, ভারতের চিকিৎসা পরিকাঠামোকে উন্নত করতে ‘চিকিৎসা পর্যটন’-এর উপর জোর দিচ্ছে মোদি সরকার। নির্মলা সীতারামন জানিয়েছেন, এই খাতে পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে কাজ করা হবে, যাতে আরও উন্নত মানের স্বাস্থ্যসেবা প্রদান করা যায়। এই ঘোষণাগুলি সাধারণ মানুষের চিকিৎসার সুবিধা বাড়াবে এবং ভারতের স্বাস্থ্য খাতকে আরও উন্নত করতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles