অরবিন্দ কেজরিওয়াল আসল সিংহ, কেউ তাঁর মন ভাঙতে পারবে না দিল্লির জনজোয়ারের মাঝে গর্জন,সুনীতা কেজরিওয়ালের
Arvind Kejriwal is the real lion, no one can break his heart roaring in the crowd of Delhi, Sunita Kejriwal

The Truth of Bengal: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে জেলে রয়েছেন।তিনি এখনও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।কারাগারে থেকেই চালাচ্ছেন দিল্লির প্রশাসন।বিজেপি বারবার অভিযোগ করলেও তিনি মুখ্যমন্ত্রীত্বের রাশ হাত থেকে ছাড়েননি।মহল্লা ক্নিনিকের পরিষেবা থেকে নানা জনপরিষেবা নিয়ে যথারীতি নির্দেশ জারি করে চলেছেন।তারমাঝে অরবিন্দের স্ত্রী সুনীতা কেজরিওয়াল আবার নামলেন প্রতিবাদে।
দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা সমাবেশের পর এবার বিশাল রোডশো করলেন তিনি।শনিবার তিনি অভিযোগ করেন,অরবিন্দ কেজরিওয়াল হলেন প্রকৃত সিংহ,কেউ তাঁর মন ভাঙতে পারবে না। পূর্ব দিল্লিতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করেন সুনীতা কেজরিওয়াল।সেখানে করজোড়ে দিল্লিবাসীকে সমর্থন করার আবেদন জানান।
রাজধানীর মানুষের উদ্দেশ্যে সুনীতার প্রশ্ন,অরবিন্দ কেজরিওয়াল স্কুল তৈরি করেছেন,বিনামূল্যে বিদ্যুত্ দিয়েছেন বলেই কি তাঁকে জেলে যেতে হল ? মহল্লা ক্লিনিক খুলে বিনা পয়সায় চিকিত্সা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কি কেজরিকে মূল্য চোকাতে হল ? দিল্লি থেকে বিজেপিকে হঠানোর প্রচারে সাড়া ফেলার পর গুজরাট,হরিয়ানা,পঞ্জাবেও ভোটের প্রচারে নামতে চান সুনীতা কেজরিওয়াল।